তৃতীয়লিঙ্গের মানুষদের জন্য বিনামূল্যে রেশন: মমতা

অতিমারি পরিস্থিতিতে বাংলার সব মানুষ যাতে চাল-ডাল পান তার ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছর জুন মাস পর্যন্ত বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা আগেই করেছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ট্রান্সজেন্ডার, তৃতীয়লিঙ্গের মানুষরা মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেন। তখনই তাঁদের বিষয়টি দেখার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। কারণ, অনেক সময় আইনি জটিলতায় তাঁদের রেশন পেতে অসুবিধা হয়। এবার থেকে তাঁদের জন্য বিনামূল্যে রোশনের ব্যবস্থা করল রাজ্য সরকার। সোমবার নবান্নে একথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এর পাশাপাশি তিনি জানান বিশেষ সুবিধা হিসেবে বিনামূল্যে দেওয়া হবে বামনদেরও। লকডাউন পরিস্থিতি শুরু থেকেই যৌনকর্মীদের ত্রাণ দেওয়ার কাজ চলছে। আগামী দিনেও সেটা করা হবে বলে আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Previous articleজানেন কী? এদেশেও চালু ছিল ১০হাজার টাকার নোট !
Next articleচাঁদে হবে পাকা বাড়ি, প্রয়োজন মানবমূত্র !