Thursday, August 28, 2025

আগামী বইমেলা চূড়ান্ত অনিশ্চিত, অনলাইন ব্যবস্থা নিয়ে ভাবনা চলছে

Date:

Share post:

মহামারির কারণে কলকাতা বইমেলা এবার চূড়ান্ত অনিশ্চয়তায়।

সূচি অনুসারে ২০২১ সালে জানুয়ারির তৃতীয় সপ্তাহে ৪৫তম বইমেলার সূচনা হওয়ার কথা।
এবারের ‘থিম কান্ট্রি’ নির্বাচিত করা হয়েছিল
বাংলাদেশকে৷ এই মুহূর্তে সব কিছু অনিশ্চিত। এবার আদৌ কলকাতা বইমেলা হবে কি’না সন্দেহ৷

নবান্নের বক্তব্য, বইমেলায় প্রতিদিন গড়ে এক লাখ দর্শক আসেন। মহামারির এই সময়ে বইমেলার অনুমতি দেওয়া অসম্ভব।পরিস্থিতির বিরাট উন্নতি না হলে বইমেলা আদৌ করা যাবে কি না, তা নিয়েই সংশয় রয়েছে।

আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড দিনকয়েক আগে বৈঠকে বসে। সেখানেও কেউ আশার কথা শোনাতে পারেননি। জানা গিয়েছে, জুলাই- আগস্টের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশকদের কাছে গিল্ডের তরফে আমন্ত্রণপত্র পাঠিয়ে দেওয়া হয়। সেপ্টেম্বর থেকে মেলার মাঠের পরিকাঠামো, স্টল সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। কিন্তু মহামারির জেরে গোটা প্রক্রিয়াটাই বন্ধ।
পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে সুধাংশুশেখর দে বলেছেন, পরিস্থিতি অত্যন্ত কঠিন। সামাজিক দূরত্ববিধির কারনে বইমেলা চেনা ছন্দ এবার হারাতে পারে। বিষয়টি নিয়ে খুব শীঘ্রই আমরা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করব। প্রশাসনের নির্দেশ মতো সিদ্ধান্ত নেওয়া হবে।”
এদিকে বিকল্প প্রস্তাব নিয়েও আলোচনা চলছে৷
বইমেলায় অংশ নেওয়া প্রত্যেক প্রকাশকের বইয়ের সম্ভার সংক্রান্ত তথ্য ডিজিটাল মাধ্যমে তুলে দিতে বলা হবে৷ ঊর ফলে পুস্তকপ্রেমীরা অ্যাপে কিংবা অনলাইনে সবকিছু জানতে পারেন। তারপর পছন্দের বই ডিজিটালি কিনতে পারবেন। এক্ষেত্রে গিল্ড কিংবা প্রকাশকের তরফে সেই বই পাঠকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...