Saturday, November 15, 2025

রিয়া’র উত্তরে সন্তুষ্ট নয় CBI, ফের তলব?  

Date:

Share post:

মুম্বইয়ের DRDO অফিসে জেরার মুখোমুখি হলেও রিয়া চক্রবর্তীর উত্তরে সন্তুষ্ট হতে পারেনি CBI গোয়েন্দারা৷ শুক্রবার CBI- এর তলবে হাজিরা দিয়েছেন রিয়া চক্রবর্তী। এদিন ভাই সৌভিক চক্রবর্তীকে নিয়ে DRDO অফিসে যান রিয়া৷ সেখানেই তাঁর বয়ান রেকর্ড করা হয়৷ জানা গিয়েছে, আগামী কয়েকদিন ধরে চলবে এই জিজ্ঞাসাবাদ। রিয়ার পর একে একে ফের ডাকা হবে ভাই সৌভিক চক্রবর্তী, সুশান্তের বাড়ির রাঁধুনি নীরজ ও রুমমেট সিদ্ধার্থ পিঠানিকেও৷

এদিকে সূত্রের খবর, রিয়ার উত্তরে CBI সন্তুষ্ট হয়নি৷ একাধিক প্রশ্নের উত্তর রিয়া না’কি এড়িয়ে গিয়েছেন৷ ফলে আরও কড়া জেরার মুখে পড়তে পারেন রিয়া৷ প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ CBI করতে পারে৷

জানা গিয়েছে, শুক্রবার রিয়ার কাছে বেশ কিছু প্রশ্নের উত্তর CBI চায়৷ প্রশ্ন করা হলেও রিয়া সেভাবে উত্তর দেননি৷

এদিকে, জাতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার অভিনেত্রীর ভাইকে CBI জিজ্ঞাসাবাদ করেছে৷ এই দু’জনের বয়ান CBI এখন খতিয়ে দেখছে৷ তারপরই পরবর্তী পদক্ষেপ নেবে৷ ওই সংবাদমাধ্যমের খবর,
রিয়াকে যে সব প্রশ্ন করা হয়েছে, সেগুলি এ রকম :

◾কেন আপনি হঠাৎ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর CBI তদন্ত চেয়েছেন? আপনি কি এই মৃত্যুর পিছনে কোনও রহস্যের গন্ধ পেয়েছেন ? কেন এমন ধারনা হলো ?

◾ গত ৮ জুন আপনি কেন সুশান্ত সিংয়ের বান্দ্রার আবাসন ছেড়েছিলেন?

◾ ৮ জুন কি আপনাদের মধ্যে কোনও ঝগড়া হয়েছিল? কেন ?

◾ সুশান্তেরর মৃত্যুর খবর আপনি কীভাবে জেনেছেন ? কে জানিয়েছিল? তখন আপনি কোথায় ছিলেন?

◾ মৃত্যুর খবর পেয়েই কি আপনি সুশান্তের বান্দ্রার বাড়িতে গিয়েছিলেন? যদি না গিয়ে থাকেন, তাহলে কোথায়, কখন, কীভাবে ওর মৃতদেহ দেখেছিলেন? না গেলে, কেন গেলেন না ?

◾ সুশান্ত সিং রাজপুত কি কিছুদিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন? কী বিষয়ে যোগাযোগ করেছিলেন? কেন করেছিলেন ?

◾ সুশান্ত সিং রাজপুতের বাড়ি ছাড়ার পর আপনাদের মধ্যে কি কোনও যোগাযোগ হয়েছিল? বিশেষ করে ৯ থেকে ১৪ জুনের মধ্যে? যদি হয়, তাহলে কী বিষয়ে যোগাযোগ হয়েছিল?

◾আলাদা থাকার সময় কি সুশান্ত সিং রাজপুত আপনাকে ঘনঘন যোগাযোগের চেষ্টা করতেন?

◾ আপনি কি সুশান্তের ফোন কল আর মেসেজ এড়িয়ে যেতেন ? তেমন করলে, কেন করতেন?

◾ আপনি কেন সুশান্তের নম্বর ব্লক করেছিলেন?

◾ সুশান্ত সিং রাজপুতের চিকিৎসার নথি, স্বাস্থ্য পরীক্ষার নথি, চিকিৎসক ও মনোবিদের বিবরণ সম্পর্কে কী জানেন ?

◾ সুশান্ত সিং রাজপুতের পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল?

এই প্রশ্নগুলির মধ্যে না’কি ৫-৬টি প্রশ্নের উত্তর দিতে পারেননি অথবা উত্তর দিতে চাননি রিয়া৷ CBIয়ের ধারনা, ইচ্ছা করেই এই কাজ করেছেন রিয়া৷

 

 

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...