লকডাউনে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। এবার NEET, JEE-পরীক্ষার্থীদের পাশেও দাঁড়াতে চলেছেন সোনু। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সোনুর বার্তা, করোনা আবহের মধ্যে যদি NEET, JEE পরীক্ষা না পিছানো হয় তাহলে তিনি পাশে আছেন।

শুক্রবারই সোনু সুদ তাঁর বিবৃতিতে জানান, ”যে সমস্ত পরীক্ষার্থীরা ২০২০র NEET, JEE পরীক্ষায় বসতে চলেছেন তাঁদের পাশে তিনি আছেন। যদি কোনও ছাত্রছাত্রী কোথাও আটকে পড়েন, তাহলে আমাকে কোন এলাকায় রয়েছেন সেটা জানান। আমি তোমাদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে সাহায্য করবো। পরীক্ষা দেওয়া হবে না কারোর ক্ষেত্রে সেটা হতে দেব না।”

“ I N C A S E “ #JEE_NEET doesn’t get
postponed. pic.twitter.com/D2iYzt4wf4— sonu sood (@SonuSood) August 28, 2020
আরও পড়ুন- পশ্চিম মেদিনীপুরে ব্যাপক ধস বিজেপি শিবিরে, মন্ডল সভাপতি-সহ দলে দলে যোগ তৃণমূলে
