Monday, November 3, 2025

যুবমোর্চার সভাপতিদের নাম নিয়ে দলের অন্দরেই স্বজনপোষণের অভিযোগ! অস্বস্তিতে সৌমিত্র খাঁ

Date:

Share post:

জেলা যুব সভাপতি নির্বাচন করতে গিয়ে শুরুতেই ধাক্কা খেলেন রাজ্য বিজেপির যুবমোর্চা সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর বিরুদ্ধে দলের অন্দরেই উঠল স্বজনপোষণের অভিযোগ!

সংগঠন সাজানোর নামে ঢাকঢোল পিটিয়ে জেলা যুব সভাপতিদের নাম ঘোষণা করেন সৌমিত্র খাঁ। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করে নেওয়া হয় দলের তরফে। যা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরেই বিতর্ক দানা বেঁধেছে।

সৌমিত্রের নতুন তালিকায় প্রায় ১৫টি জেলায় নতুন যুব সভাপতির ঘোষণা করা হয়েছিল। যা নিয়ে প্রবল আপত্তি জানায় রাজ্য বিজেপিরই একাংশ। অভিযোগ তোলা হয়, সৌমিত্র খাঁ জেলায় জেলায় তাঁর নিজের প্রাধ্যান্য বাড়াতে “অযোগ্য” লোকেদের যুব সভাপতির পদে বসিয়েছে। যেখানে এতদিন ধরে লড়াই করে আসা পুরোনো প্রকৃত ও দক্ষ যুব নেতারা বঞ্চিত হয়েছেন। সৌমিত্র খাঁ-এর এই একতরফা সিদ্ধান্ত তাই দলের একটা বড় অংশ মানতে পারেনি। ক্রমশ বিক্ষোভ দানা বাঁধতে শুরু করে। তাই ঘটনা বেশিদূর গড়ানোর আগেই শীর্ষ নেতৃত্ব হস্তক্ষেপ করে। আর তারপরই প্রত্যাহার করে নেওয়া হয় যুবমোর্চা সভাপতি সৌমিত্র খাঁ-এর তালিকা।

এদিকে, সৌমিত্র খাঁ-এর দাবি, তিনি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে জানিয়েই তালিকা চূড়ান্ত করেছিলেন। অন্যদিকে, দিলীপ ঘোষ আবার প্রশ্ন তুলেছেন, যুব রাজ্য কমিটিই গঠিত হয়নি, তাহলে জেলা যুব সভাপতিদের নাম কে ঠিক করল? দুই নেতার পরস্পর বিরোধী বক্তব্য রাজ্য বিজেপিকে তাদের যুব সম্প্রদায়ের কর্মী-সমর্থকদের কাছেই যে বিড়ম্বনা তৈরি করলো, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন- NEET, JEE পরীক্ষার্থীদের পৌঁছে দেবেন পরীক্ষাকেন্দ্রে, আশ্বাস দিলেন সোনু সুদ

spot_img

Related articles

সোম-দুপুরেই শাসকদলে ফিরছেন শোভন-বৈশাখী! নজর তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে

ছাব্বিশের নির্বাচনের দামামা বাজতে না বাজতেই একর পর এক চমক। নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ (NKDA)-এর চেয়ারম্যান পদে নিয়োগের...

উৎসবের মধুর সমাপ্তি: ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সৌভাগ্যবান বিজয়ীদের নাম

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উৎসবের মরসুমের সমাপ্তি উপলক্ষ্যে অয়োজন করে মেগা লাকি ড্র। ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৫’ ও...

তালিকায় নাম নেই! এসআইআর আতঙ্কে’ ডানকুনিতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার

এসআইআর(SIR) আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। আগরপাড়া, ইলামবাজার, বারাকপুর, পূর্ব বর্ধমানের পর এবার হুগলির ডানকুনিতে আত্মঘাতী হলেন এক মহিলা।...

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ফের নদিয়াতে ইডি হানা

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ফের সক্রিয় ইডি (Enforcement Directorate)! সোমবার সকালে নদিয়ার চাকদহের পড়ারি গ্রামে হানা দেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের...