NEET, JEE পরীক্ষার্থীদের পৌঁছে দেবেন পরীক্ষাকেন্দ্রে, আশ্বাস দিলেন সোনু সুদ

এবার বিনামূল্যে IAS কোচিং, স্কলারশিপ দেবেন সোনু, কীভাবে আবেদন করবেন জেনে নিন
সোনু সুদ (ফাইল ছবি)

লকডাউনে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। এবার NEET, JEE-পরীক্ষার্থীদের পাশেও দাঁড়াতে চলেছেন সোনু। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সোনুর বার্তা, করোনা আবহের মধ্যে যদি NEET, JEE পরীক্ষা না পিছানো হয় তাহলে তিনি পাশে আছেন।

শুক্রবারই সোনু সুদ তাঁর বিবৃতিতে জানান, ”যে সমস্ত পরীক্ষার্থীরা ২০২০র NEET, JEE পরীক্ষায় বসতে চলেছেন তাঁদের পাশে তিনি আছেন। যদি কোনও ছাত্রছাত্রী কোথাও আটকে পড়েন, তাহলে আমাকে কোন এলাকায় রয়েছেন সেটা জানান। আমি তোমাদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে সাহায্য করবো। পরীক্ষা দেওয়া হবে না কারোর ক্ষেত্রে সেটা হতে দেব না।”

 

আরও পড়ুন- পশ্চিম মেদিনীপুরে ব্যাপক ধস বিজেপি শিবিরে, মন্ডল সভাপতি-সহ দলে দলে যোগ তৃণমূলে

 

Previous articleপশ্চিম মেদিনীপুরে ব্যাপক ধস বিজেপি শিবিরে, মন্ডল সভাপতি-সহ দলে দলে যোগ তৃণমূলে
Next articleযুবমোর্চার সভাপতিদের নাম নিয়ে দলের অন্দরেই স্বজনপোষণের অভিযোগ! অস্বস্তিতে সৌমিত্র খাঁ