অসমের কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ’র অবস্থার অবনতি হওয়ায় তাঁকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। গত সপ্তাহেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গগৈ৷ ৮৫ বছরের এই কংগ্রেস নেতা আপাতত স্থিতিশীল।

এদিকে, তরুণ গগৈ হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন৷ এক টুইটে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ করোনা আক্রান্ত হওয়ায় গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি৷ রাত সাড়ে ১১টায় হঠাৎ তাঁর শরীরে অক্সিজেন কমে গিয়েছে। চিকিৎসকদের একটি দল প্লাজমা দেওয়ার সিদ্ধান্ত নেয়।”
হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে এবং কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের সাথে কথা বলেছেন৷ গৌরব বর্তমানে দেশে নেই।
গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধানসহ ৯ চিকিৎসকের একটি দল গগৈয়ের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন৷


আরও পড়ুন : জিএসটি ক্ষতিপূরণ নিয়ে কেন্দ্রের প্রস্তাব খারিজ ৯ রাজ্যের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি
