গোটা বিশ্বজুড়ে করোনার দাপট অব্যাহত। এবার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। যদিও নেইমার নিজে এখনও এ বিষয়ে কিছু জানাননি।

সম্প্রতি, বিশ্বের অন্যতম সেরা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগ খেলা উঠেছেন ব্রাজিলিয়ান তারকা। ফাইনালে জার্মানির বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয়েছিল নেইমারদের পিএসজি। তারপরই কোভিড আক্রান্ত হয়েছেন তিনি। শুধু নেইমার নন, একইসঙ্গে প্যারিস সাঁ জাঁয় তাঁর দুই সঙ্গী অ্যাঞ্জেল ডি’মারিয়া ও লিওনার্দো প্যারেদেসও কোভিড পজিটিভ।

এই ঘটনা বিশ্ব ফুটবলে আতঙ্কের সঞ্চার করেছে। কারণ, নেইমার ও তাঁর করোনা পজিটিভ সতীর্থরা বেশ কয়েকটি দলের মুখোমুখি হয়েছিলেন সম্প্রতি। অনেক ফুটবলার থেকে শুরু করে সাপোর্ট স্টার তাদের সংস্পর্শে এসেছে। ফুটবল দলগত খেলা এবং বডি কনট্যাক্ট গেম। সেক্ষেত্রে পিএসজি ও তাদের প্রতিপক্ষ দলের অন্য ফুটবলারদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
