Wednesday, January 14, 2026

রাজভবনের ৫ কর্মীকে ফিরিয়ে নিতে নবান্নে আর্জি রাজ্যপালের কার্যালয়ের

Date:

Share post:

রাজ্য-রাজভবন সংঘাত জিইয়ে রেখে পাঁচকর্মীকে ফিরিয়ে নিতে নবান্নে আর্জি জানানো হল। প্রশাসনের বিরুদ্ধে রাজভবনের উপর ‘নজরদারির’ অভিযোগের ভিত্তিতেই এই আবেদন বলে অনুমান বিশেষজ্ঞ মহলের।

কর্মরত আধিকারিক ও কর্মীদের ফিরিয়ে নিতে বলে চিঠি গিয়েছে রাজ্যপাল কার্যালয় থেকে- তার মধ্যে চারজন অফিসার এবং এক জন জমাদার। ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিকল্প কর্মী-অফিসার পাঠাতে বলা হয়েছে নবান্নকে। এই আর্জি মেনে নেওয়া হবে বলেই নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন : শিক্ষক দিবসের এমন উপহার, যা জানলে আপনিও গর্বিত হবেন!

যে চারজন অফিসারকে বদলির আর্জি গিয়েছে, তাঁদের মধ্যে তিন জন রাজ্য সরকারি দফতরের কর্মী। তাঁদের ফিরিয়ে নিতে অসুবিধা নেই। কিন্তু এক আধিকারিক এবং জমাদার রাজভবনের নিয়ন্ত্রণাধীন কর্মী। তাঁদের ক্ষেত্রে কী করা হবে, তা এখনই বলা যাচ্ছে না বলে নবান্ন সূত্রে খবর।
জগদীপ ধনখড় রাজ্যপাল হয়ে আসার পর থেকেই তাঁর সঙ্গে রাজ্যের সংঘাতের অব্যাহত। বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সরকারের সমালোচনায় মুখর জগদীপ ধনকড়। সব কথার উত্তর না দিলেও বেশ কিছু ক্ষেত্রে তার জবাব দিয়েছে নবান্ন। এমনকী তাঁর এই আচরণে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সেই উষ্মা প্রকাশ করেছিলেন তিনি। সব কিছু ছাপিয়ে কয়েক দিন আগে ধনকড় অভিযোগ করেন, রাজভবনের উপরে নজরদারি চালানো চলছে। রাজভবনের নথি চলে যাচ্ছে প্রশাসনের হাতে। রাজভবনের বেশির  ভাগ অফিসার-কর্মীকে যে হেতু রাজ্য সরকারই পাঠায়, তাই নজরদারির অভিযোগের পরে ওই অফিসার-কর্মীদের দিকেই আঙুল উঠছে। এই বিতর্ক থেকেই সম্ভবত রাজভবন এতজনের বদলি চেয়েছে বলে মত অনেকের। সরকারি ভাবে অবশ্য কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

কিছু দিন আগে পৃথক একটি সচিবালয় চেয়ে রাজভবনের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়। সেই বিষয়ে এখনও নিজেদের সিদ্ধান্তের কথা জানায়নি নবান্ন।

আরও পড়ুন : মদন মিত্রের ওপর স্টিং অপারেশন চালাতে গিয়ে গ্রেফতার তিন বিজেপি কর্মী

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...