Tuesday, May 6, 2025

কঙ্গনার অফিসে বৃহন্মুম্বই পুরসভার তল্লাশি, অভিযোগ রাজনৈতিক অভিসন্ধির

Date:

Share post:

শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের হুঁশিয়ারির পরই স্বরাষ্ট্র মন্ত্রক ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তার বন্দোবস্ত করেছিল অভিনেত্রী কঙ্গনা রানাউতের জন্য। অভিনেত্রী ও শিবসেনার মধ্যে সূক্ষ্মভাবে ঢুকে পড়েছিল বিজেপি। ঠিক তারপরেই মুম্বইয়ে কঙ্গনার অফিসে অভিযান চালাল বৃহন্মুম্বই কর্পোরেশন বিএমসি। পুরসভার নিয়ম মেনে কঙ্গনা রানাওয়াত অফিস নির্মাণ করেছেন কি না খতিয়ে দেখতেই এই তল্লাশি বলে জানানো হয়েছে। কঙ্গনার আশঙ্কা, অন্যায়ভাবে ঢুকে পড়ে তাঁর স্বপ্নের অফিস নষ্ট করবে বিএমসি।

আরও পড়ুন : মনুয়া-‌কাণ্ডের ছায়া এবার মথুরাপুরে, স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী ও প্রেমিক

তবে এর মধ্যে রাজনীতির গন্ধ দেখছনে অভিনেত্রী। তিনি জানিয়েছেন, বহু বছরের কঠোর পরিশ্রমে মুম্বইয়ে নিজের অফিস তৈরি করেছেন তিনি। তাঁর দীর্ঘ দিনের স্বপ্ন ছিল তিনি যখন ছবি নির্মাতা হবেন নিজের অফিস হবে। কঙ্গনা টুইট করে জানিয়েছেন, তাঁর মনিকর্ণিকা ফিল্মসের অফিসে জোর করে ঢুকে পড়েছেন পুরকর্মীরা। মাপজোক শুরু করেছেন।

কঙ্গনার টিমের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে পুর আধিকারিকরা অশ্লীষ ভাষা ব্যবহার করেছেন। গালিগালাজ করেছেন। হুমকি দিয়েছেন, ম্যাডামের কাজের ফল সকলকে ভোগ করতে হবে।

এই ঘটনা কঙ্গনা রানাওয়াতা রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ করেছেন। পাশাপাশি তাঁর দাবি, নিয়ম মেনেই তাঁর অফিস তৈরি হয়েছে। বেআইনি কোনও কিছুই সেখানে নেই। কিন্তু রাজনৈতিক কারণে, রাগ মেটাতে সেই অফিস তছনছ করা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে তাঁর স্বপ্নের অফিসকে শেষ করে দেওয়ার পরিকল্পনা হয়েছে।

আরও পড়ুন : বিএসএনএলের পর এসবিআই, স্বেচ্ছাবসরের খসড়া তৈরি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের

ঘটনার সূত্রপাত রবিবার থেকে। সুশান্ত সিং রাজপুত মৃত্যুতদন্ত প্রসঙ্গে তিনি মুম্বই পুলিশের কাজের সমালোচনা করেছিলেন। বলেছিলেন, মুম্বই পাক অধিকৃত কাশ্মীর হয়ে উঠেছে। তাতেই চটে যায় মহারাষ্ট্রে ক্ষমতাসীন শিবসেনা। দলের মুখপাত্র সঞ্জয় রাউত কঙ্গনাকে হুমকি দেন, তিনি কী করে মহারাষ্ট্রে থাকেন দেখে নেবেন। পাল্ট চ্যালেঞ্জ ছোঁড়েন অভিনেত্রীও। মানালিতে বাড়িতে রয়েছেন তিনি। জানান, ৯ সেপ্টেম্বরই মু্ম্বই ফিরবেন তিনি। দেখবেন কার কী করার আছে।

এদিকে, এই ঘটনার পরই হিমাচল প্রদেশ সরকার স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে কঙ্গনার নিরাপত্তা দাবি করে। তাঁকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়। সর্বক্ষণের দেহরক্ষীর পাশাপাশি কম্যান্ডো, সিআরপিএফ থাকবে অভিনেত্রীর সুরক্ষায়। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রক কঙ্গনার সুরক্ষা নিশ্চিত করার পর বৃহন্মুবই পুরসভার তল্লাশিতে রাজনীতি দেখছেন অনেকেই।

spot_img

Related articles

আগামী দু-সপ্তাহ ভাঙা যাবে না এলগিন রোডের তিনটি ছাদ রেস্তরাঁ! পুরসভাকে নির্দেশ হাইকোর্টের

ম্যাগমা হাউসের পর এবার এলগিন রোডের তিনটি জনপ্রিয় ছাদ রেস্তরাঁ— ‘ড্রাঙ্কেন টেডি’, ‘রোমানিয়া’ ও ‘স্ক্র্যাপ ইয়ার্ড’-এর ভাঙার উপর...

বাংলার বাড়ি প্রকল্পে বড় পদক্ষেপ, মে মাসেই দ্বিতীয় কিস্তি পাচ্ছেন ১২ লক্ষ উপভোক্তা

রাজ্য সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে আসছে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি মে মাসেই এই প্রকল্পের ১২ লক্ষ উপভোক্তার হাতে পৌঁছে...

ধোনিকে নিয়ে চিন্তিত নয় নাইট শিবির, ব্যাটারদের নিয়ে আত্মবিশ্বাসী পন্ডিত

আইপিএলের(IPL) প্লেঅফের(Play Off) আশা জিইয়ে রাখতে হলে শেষ তিনটি ম্যাচেই জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। সেখানেই বুধবার চেন্নাই...

শবরীমালায় যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পায়ে হেঁটে ওঠার সম্ভাবনা

ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে কেরালার শবরীমালা মন্দির (Sabarimala temple) পরিদর্শনে যাচ্ছেন দ্রোপদী মুর্মু (Draupadi Murmu)। রাষ্ট্রপতির এই সফর...