Monday, November 10, 2025

পুজোর গুজব: কান ধরে ওঠবোসের চ্যালেঞ্জ মমতার

Date:

Share post:

পুজোয় নির্দেশাবলী জারি করেছে রাজ্য সরকার। এমন একটি পোস্ট কয়েকদিন ধরেই ঘুরছে হোয়াটসঅ্যাপে। মঙ্গলবার, নবান্নে ‘পুলিশ ডে’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পোস্টের তীব্র সমালোচনা করেন। এ বিষয়ে নাম না করে বিজেপিকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ওদের নাম নিলে বেশি প্রচার পেয়ে যাবে।

মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, দুর্গাপূজা নিয়ে গেরুয়া শিবিরের আইটি সেল মিথ্যা প্রচার করছে। যারা এই পোস্টটি করেছে, তাদের ধরার ব্যবস্থা করার নির্দেশ দেন ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারকে। একইসঙ্গে তিনি বলেন, অভিযুক্তরা ধরা পড়লে তাঁদের সর্বসমক্ষে ১০০ বার কান ধরে ওঠবোস করাতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এখনও পুজো নিয়ে সরকার কোন বৈঠকই করেনি। এমনকী অতিমারি পরিস্থিতিতে এই বৈঠকের দিন ধার্যও হয়নি। এমতাবস্থায় সরকারকে হেয় করতে এবং তাদের ‘পুজো বিরোধী’ তকমা দেওয়ার চেষ্টা করতেই এই অপপ্রচার চলছে বলে অভিযোগ করেন মমতা। তিনি বলেন, লুকিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করছেন কেন? সাহস থাকলে সামনে এসে সমালোচনা করুন। এরপরেই মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি প্রমাণিত হয়, দুর্গাপুজা নিয়ে যে মিথ্যে প্রচার চালানো হচ্ছে, তা রাজ্য সরকার করেছে, তাহলে তিনি নিজের সব দায় গ্রহণ করে শাস্তি নেবেন।

সাইবার ক্রাইম কঠোর হাতে দমন করার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই অপরাধ সাংঘাতিক অপরাধ। এটা নিঃশব্দে মানুষ মেরে ফেলতে পারে, দাঙ্গা বাঁধিয়ে দিতে পারে। পুলিশকে অত্যন্ত গুরুত্ব সহকারে সাইবারক্রাইম দমন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে প্রয়োজন হলে, যেসব সাংবাদিকের চাকরি চলে গেছে, যারা ডিজিটালে কাজ জানে তাদের দেখে নিয়ে কাজ করানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। যাঁরা বিশ্ববিদ্যালয় পড়ছেন, তাঁদের এই কাজে যুক্ত করা যেতে পারে। পরবর্তীকালে এই কাজের সার্টিফিকেট তাঁদের সুযোগ দেবে।

আরও পড়ুন : পুলিশ ডে-র অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, কী বললেন তিনি

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...