Saturday, August 23, 2025

বিহারের মন পেতে বাঙালি ব্রাহ্মণকন্যা রিয়াকে ফাঁসাচ্ছে বিজেপি! দাবি অধীরের

Date:

Share post:

চলতি বছরের শেষেই বিহারের বিধানসভা নির্বাচন। আর ঠিক তার আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বিজেপি। এবং দাবার বোড়ে করা হচ্ছে বাঙালি ব্রাহ্মণ কন্যা রিয়া চক্রবর্তীকে। এমনটাই দাবি করলেন, প্রদেশ কংগ্রেসের সদ্য নির্বাচিত সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। নজর ঘোরাতেই সুশান্তের মৃত্যুর প্রতি দৃষ্টি আকর্ষণ করাচ্ছে কেন্দ্রের শাসক দল।

এদিন তিনি বলেন, “সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে নিয়ে রাজনীতি চলছে। সে আমাদের দেশের তারকা। আমরা সবাই তাঁকে ভালোবাসি। তাঁর অভিনয়ের জন্য গর্ব করি। তাঁর মৃত্যুতে আমরা মর্মাহত। আমরাও চাই সুশান্ত সিং রাজপুতের পরিবার সুবিচার পাক। কিন্তু তার জন্য নির্দেশ কাউকে ফাঁসানো হবে, এটা হতে পারে না। বিজেপি সেটাই করছে।”

এরপর সুর ছড়িয়ে অধীর বলেন, ” সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এবং রিয়া চক্রবর্তীকে নিয়ে বিহারি আর বাঙালির মধ্যে ভাগ করা উচিত নয়। বিহারের ভোটকে সামনে রেখে রাজনীতি করছে বিজেপি। রিয়া চক্রবর্তী একজন বাঙালি। কিছু প্রমাণ হওয়ার আগেই মিডিয়া ট্রায়ালে দোষী হয়ে গিয়েছে সে। রিয়া বাঙালি বলেই বিজেপি রাজনীতি করছে। তাঁকে ফাঁসাচ্ছে। কোনও দুর্নীতি বা আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার প্রমাণ হয়নি। ওর বাবা একজন সৈনিক। দেশের জন্য অনেক অবদান রয়েছে তাঁর। সুশান্তের জন্য আমরাও
ন্যায়-বিচার চাইছি। কিন্তু বিজেপি বাঙালি রিয়াকে ফাঁসিয়ে বিহারের মন পেতে চাইছে ভোটের আগে। এটা বিজেপির চাল।”

এখানেই শেষ নয়। অধীর আরো বলেন, “মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাদক অনেকেই নেয়। তাহলে শুধু রিয়া কেন সবাইকেই জেলে ঢোকাক। উদর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে বিজেপি রাজনীতি করছে। আমি প্রশ্ন করছি বাংলার বিজেপি নেতাদের, আপনারা চুপ করে আছেন কেন। বাঙালি ব্রাহ্মণ পরিবারের মেয়েকে অন্যায় ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। বাংলার বিজেপি কী বলবে? আসলে এরা বিহারে বিহারের মতো, বাংলায় বাংলার মতো। কোনও উত্তর দিতে পারবে না।”

একইসঙ্গে এদিন কঙ্গনাকে রানওয়াতকে একহাত নেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, কঙ্গনা বিজেপি ক্যাডারদের মতোই আচরণ করছে।

পাশাপাশি, একজন ভারতীয় হিসেবে সেনাদের কৃতজ্ঞতা জানান অধীর। চিনের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। একইসঙ্গে অরুণাচলে ৫ জন নিখোঁজ ভারতীয়, যারা চিন সেনার কব্জায় আছেন বলে মনে করা হচ্ছে, তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য কেন্দ্র সরকারকে চিন সরকারের সঙ্গে আলোচনায় বসার দাবি জানান অধীর।

spot_img

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...