বিগত কয়েক বছরে টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে নিবিড় যোগ শাসকদল তৃণমূল কংগ্রেসের। ঘাসফুলের ছাতার তলায় এসে এঁদের মধ্যে অনেকেই জন প্রতিনিধি হয়েছেন। অনেকে আবার তৃণমূলের কোনও সাংগঠনিক পদে আছে। সম্প্রতি, টলি তারকাদের অনেকেই আবার বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে এঁদের মধ্যে কেউ নতুন করে বামেদের হাত ধরেছেন বা সিপিএমে যোগ দিয়েছে, এমনটা শোনা যায় না। আর সেই ব্যতিক্রমী পদক্ষেপই নিলেন টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। “ইনকিলাব দীর্ঘজীবী হোক”, “বিপ্লব দীর্ঘজীবী হোক” কিংবা বামপন্থীদের অন্য সব স্লোগান বলে শ্রীলেখা সগর্বে জানিয়ে দিয়েছেন তিনি সিপিআইএমে যোগদান দিয়েছেন। এটাও জানিয়ে দেন, বরাবরই তিনি বামপন্থায় বিশ্বাসী। হঠাৎ করে যে তিনি সিপিএম হয়েছেন সেটা নয়, কারণ হঠাৎ করে সিপিএম। হওয়া যায় না।

এসব বলেই কিন্তু থেমে থাকেননি অভিনেত্রী। এবার সরাসরি সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই আয়োজিত রক্তদান শিবিরের অংশ নিলেন শ্রীলেখা মিত্র। রক্তদানও করলেন তিনি। তাঁর রক্তদানের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, “ডিওয়াইএফআই এন্টালির আয়োজিত রক্তদান শিবিরে রক্তদান করলাম। তা না হলে আপনাদের সকলকে কীভাবে এগিয়ে আসতে বলি! এই রক্ত সরকারের ব্লাড ব্যাংকে জমা হতে চলেছে। তাই ভাববেন না এটি কোন পার্টির সদস্যদের জন্য।” শ্রীলেখার এমন পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি।

আরও পড়ুন-শুভশ্রীকে টুইটে অভিনন্দন, ভালবাসা মিমির
