Saturday, January 10, 2026

সমর্থন না বিরোধিতা? পুরোহিত ভাতা নিয়ে বিভ্রান্তি গেরুয়া শিবিরে

Date:

Share post:

মুসলিম ইমাম ভাতার আদলে হিন্দু পুরোহিত ভাতার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের সেই পদক্ষেপ নিয়ে বিভ্রান্তি বাড়ছে বিজেপিতে। কেউ সমর্থন করছেন, আবার কেউ বিরোধিতা। প্রকাশ্যেই পরস্পরবিরোধী মত উঠে আসছে গেরুয়া শিবিরে। এই ইস্যুতে বিজেপির সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতের ফারকও স্পষ্ট হচ্ছে। মজার ব্যাপার হল, ইমাম ভাতা চালুর পর এই বিজেপি নেতারাই বলেছিলেন, মুসলিম তোষণ করছে তৃণমূল সরকার। কেন হিন্দু পুরোহিতদের বঞ্চিত করা হচ্ছে? আর যখন পুরোহিতদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত হল তখন নানা জনের নানা মত। বিজেপির অনেকেই এই সিদ্ধান্ত সমর্থন করে বলেছেন, দেরিতে হলেও অবশেষে হিন্দু পুরোহিতদের কথা ভেবেছে সরকার। অন্যদিকে কেউ সিদ্ধান্ত সমর্থন করে দাবি তুলেছেন, ভাতার আর্থিক অঙ্ক বাড়ানো হোক। কেউ বলছেন, ভাতা সবাই কেন পাবেন না? কেন প্রাপকের সংখ্যা নির্দিষ্ট করা হচ্ছে? কারুর আশঙ্কা, ভাতা পাওয়ার ক্ষেত্রে স্বজনপোষণ বা রাজনৈতিক পরিচিতি দেখে নাম তোলার চেষ্টা হবে না তো? একই ইস্যুতে আবার বিজেপি শিবিরের উল্টো মত আরএসএসের। তাদের বক্তব্য, ভোট কেনার তাগিদে ভেট দিয়ে তোষণের রাজনীতি করা হচ্ছে। পশ্চিমবঙ্গের আরএসএস মুখপাত্র জিষ্ণু বসু সরকারি এই সিদ্ধান্ত সম্পর্কে বলেছেন, ব্রাহ্মণরা দান গ্রহণ করেন না। তাঁরা সমাজের যে হিত সাধন করেন তার জন্য দক্ষিণা নেন। সমাজ তাঁদের সেই দক্ষিণা দেয়। এটা কোনওভাবেই সরকারের কাজ নয়। তাঁর কথায়, পশ্চিমবাংলায় বাংলাভাষী হিন্দুরা বিপন্ন। সাহায্য যদি করতেই হয় তাহলে নদিয়া, সন্দেশখালিতে যে হিন্দু তফশিলিরা হার্মাদদের হাতে মার খাচ্ছেন, খুন হচ্ছেন, তাঁদের সাহায্য করুন। ইমাম ভাতার মত পুরোহিত ভাতার উদ্দেশ্যও আসলে সরকারি টাকায় দলীয় ভোট কেনার চেষ্টা। যদিও বিজেপি ও আরএসএসের অন্দরে পুরোহিত ভাতার বিরোধিতা নিয়ে ভিন্ন মত প্রকাশ্যে এসে পড়ছে। অনেকের আশঙ্কা, চড়া সুরে এর বিরোধিতা করলে তা বুমেরাং হবে না তো? কারণ খোদ পুরোহিতদের সংগঠনগুলি এই ভাতার সিদ্ধান্তকে সমর্থন করছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, লোকসভা ভোটের ফলাফলে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে হিন্দু ভোট এককাট্টা হয়ে বিজেপির পক্ষে যাওয়ায় শঙ্কিত তৃণমূল। রাজবংশী থেকে আদিবাসী, সব অংশের ভোট গিয়েছে পদ্ম শিবিরে। তাঁদের বক্তব্য, হিন্দুদের মধ্যে প্রভাব ফেলতে এবার নানা প্রচেষ্টা শুরু করেছে রাজ্য সরকার। বিধানসভা নির্বাচনের আগে হিন্দু পুরোহিত ভাতার ঘোষণা সেই উদ্যোগেরই অংশ। কিন্তু এই সিদ্ধান্তের ফলে তৃণমূল যাতে একতরফা ভোটে ফায়দা তুলতে না পারে সেজন্য পাল্টা প্রচার শুরু করেছে আরএসএস। তারা প্রচার করছে, এভাবে ব্রাহ্মণদের সরকারি ভাতা দিয়ে আসলে সনাতনী হিন্দু সংস্কৃতিকেই অপমান করছে মমতা সরকার।

আরও পড়ুন-গোঘাটে বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি-ই! দাবি পরিবারের

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...