Tuesday, August 26, 2025

নতুন বিপদ ‘স্যানিটাইজার- পয়জনিং’, কলকাতায় মৃত্যু ২ জনের

Date:

Share post:

কলকাতায় কি নতুন বিপদ দেখা দিচ্ছে ? এ পর্যন্ত মৃত্যুও হয়েছে দু’জনের৷

করোনাভাইরাস দমনে অ্যালকোহল মিশ্রিত স্যানিটাইজারের ভূমিকা কার্যকরী ৷ প্রায় প্রতিটি বাড়িতে এবং পকেটেই রয়েছে স্যানিটাইজার৷

এক সংখ্যক মানুষের ধারনা হয়েছে, ফেনসিডিল ওষুধের মতো
এই সহজলভ্য স্যানিটাইজারের মধ্যে থাকা অ্যালকোহলেও নেশা মিটিয়ে নেওয়া যাবে৷ আবার অনেকের ধারনা হয়েছে, হাতে লাগালে যদি করোনাভাইরাস ধ্বংস হয়, তাহলে খেয়ে নিলে তো ভাইরাস আর শরীরে ঢুকবেই না৷ তাই করোনা মুক্তির জন্য বিষাক্ত স্যানিটাইজার খেয়েও ফেলছেন অনেকে।

আরও পড়ুন- বিজেপি কর্মীদের খুন করতেই বাংলায় জঙ্গিদের রমরমা! বিস্ফোরক দিলীপ

এই ধারণার জেরে দেশ জুড়ে প্রাণ কেড়েছে বেশ কয়েকজনের। এবং উদ্বেগজনক, স্যানিটাইজার খেয়ে প্রাণ হারানোর তালিকায় আছে কলকাতার দু’জন৷ দু’টি দেহেরই ময়নাতদন্ত হয়েছে আর জি করে। সেখানেই ধরা পড়েছে এই ঘটনা৷

মহামারি শুরুর প্রথম দিন থেকেই সরকারিভাবে প্রচার হচ্ছে, হাতে থাকা করোনার ভাইরাস ধ্বংস হয় ৭০ শতাংশের বেশি অ্যালকোহলে। তাই সেটা খেয়ে ফেললেই শরীরের মধ্যে থাকা জীবাণুও মরে যাবে-এই ভ্রান্ত ধারণা থেকে অনেকটা স্যানিটাইজার খেয়ে ফেলেছিলেন বছর চল্লিশের উত্তর কলকাতার বাসিন্দা৷ ভাইরাস মরেনি, উল্টে স্যানিটাইজারের মধ্যে থাকা আইসোপ্রোপাইলের বিষক্রিয়ায় মৃত্যু হয় তাঁর। আর একজনেরও মৃত্যু হয়েছে স্যানিটাইজার খাওয়ার ফলে। দু’জনেই মধ্যবয়স্ক। এদের মধ্যে একজনের অতিরিক্ত মদ্যপানের ইতিহাস রয়েছে। দু’টি দেহেরই ময়নাতদন্ত হয়েছে আর জি করে।

আরও পড়ুন- গ্র্যামি আওয়ার্ডে প্রস্রাব গায়কের, বিশ্বজুড়ে সমালোচনার ঝড়

স্যানিইজারের মধ্যে থাকা আইসোপ্রোপাইল অ্যালকোহলের বিষক্রিয়ার ঘটনা বাড়ছে রাজ্যে। স্যানিটাইজার পয়জনিং-এর জন্য কলকাতায় মৃত্যুর ঘটনায় আতঙ্ক দানা বাঁধছে সাধারণ মানুষের মধ্যে। করোনা থেকে বাঁচতে এখন সবার পকেটে স্যানিটাইজার। গত ছ’মাসে জীবাণুমুক্তির এই দাওয়াইয়ে ব্যবহার হিতে বিপরীতও হয়ে উঠছে। স্যানিটাইজারে বিষক্রিয়া নিয়ে প্রচুর ফোন আসছে আর জি কর মেডিক্যাল কলেজের ‘পয়জন ইনফরমেশন সেন্টার’-এ।

স্যানিটাইজারে কেন বিষক্রিয়া হচ্ছে? বিশেষজ্ঞদের মতে, প্রথমত, জাল স্যানিটাইজার বাজার ছেয়ে গিয়েছে৷ এই স্যানিটাইজারে শরীরে গেলে একটু হলেও শরীর খারাপ হতে বাধ্য৷

আরও পড়ুন- করোনা আবহের মাঝে আজ শুরু চ্যালেঞ্জের আইপিএল, সকলকে হারিয়ে দিলেন বিরাট

স্যানিটাইজারে প্রধানত রয়েছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। অতিরিক্ত মাত্রায় বা ৩০০ ml বা তার বেশি খেয়ে ফেললে শরীরে অ্যালকোহলের মাত্রা বেড়ে যেতে পারে। এটি সরাসরি মানবদেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রক ব্রেন স্টেমে প্রভাব ফেলে। ভুল করে স্যানিটাইজার খেয়ে ফেললে, ঠান্ডা জলে মুখ ধোওয়া, ঠান্ডা দুধ খাওয়া এবং দ্রুত রোগীর শারীরিক অবস্থা বিচার করে প্রয়োজনে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন, বাড়িতে থাকলে সাবান ব্যবহার করুন। কারণ, করোনার জীবাণু মারতে সেটা অনেক বেশি কার্যকরী। এবং নামী কোম্পানির স্যানিটাইজার ব্যবহার করুন৷

আরও পড়ুন- গ্র্যামি আওয়ার্ডে প্রস্রাব গায়কের, বিশ্বজুড়ে সমালোচনার ঝড়

spot_img

Related articles

নর্তকী থেকে প্রৌঢ়া, একদিনে তিন ‘মৃত্যু’ আনন্দপুরে

একইদিনে তিন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আনন্দপুর থানা এলাকায়। তিনটি দেহের পরস্পরের সঙ্গে সম্পর্ক নেই বলেই প্রাথমিকভাবে পুলিশের...

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...