নানা প্রতিশ্রুতির পরেও এখনও রেল আসেনি পবিত্র ফুরফুরা শরীফে। শেষমেষ তার প্রস্তাবিত স্টেশনের মডেলেই একটি মাদ্রাসা তৈরির কাজ শুরু হল। এ যেন একদিকে সমাজসেবা আর অন্যদিকে বঞ্চনার প্রতি কটাক্ষ। বিপুল জনতাকে সাক্ষী রেখে কাজ শুরুর মূল উদ্যোক্তা পীরজাদা ত্বহা সিদ্দিকি।
রবিবার ফুরফুরা দরবার শরীফ নতুন বাড়িতে পীরজাদা ত্বহা সিদ্দিকীর হাফেজীয়া ক্বেরাতীয়া মাদ্রাসার ভিত্তি স্থাপন হয়। ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর ইব্রাহীম সিদ্দিকী প্রথম মাটি খুঁড়ে মাদ্রাসার কাজের সূচনা করেন। এই উপলক্ষ্যে ফুরফুরা দরবার শরীফ নতুন বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পীর আবু বকর সিদ্দিকী ও তাঁর পাঁচ পুত্র হুজুর কেবলাদের স্মরণে এই মাদ্রাসা তৈরি হতে চলেছে। এখানে ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার ব্যবস্থা করা হবে বলে জানান মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরজাদা ত্বহা সিদ্দিকী। এদিন অনুষ্ঠানে ফুরফুরা শরীফের ৪০ জনের বেশি পীর সাহেব ও পীরজাদা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- মুর্শিদাবাদে ১৮ আসনে কংগ্রেস, বাকি ৪ আসন সিপিএমের, জল্পনা জেলাজুড়ে

