Sunday, August 24, 2025

জামিন পেলেই কেষ্ট মণ্ডলের কলার ধরব- ধৃত তৃণমূল নেতার ‘হুমকিতে’ চাঞ্চল্য

Date:

Share post:

“জামিন পেলেই কেষ্ট মণ্ডলের কলার ধরব। কলার ধরে টাকা আদায় করব”- গ্রেফতার হওয়ার পরেও হমকি গুসকরা পুরসভার প্রাক্তন কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের। যে অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডলের ভয়ে বীরভূমে বাঘে-গরুতে এক ঘাটে জল খায় বলে প্রবাদ হয়ে গিয়েছে, তাঁকেই হুমকি তৃণমূল নেতা! শুধু তাই নয়, এই হুমকি দেওয়ার জন্যেই তাঁকে গ্রেফতার করেছে আউসগ্রাম থানার পুলিশ। গ্রেফতারের পর পুলিশের সামেনই ফের বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে হুমিক দেন নিত্যানন্দ।

আরও পড়ুন- ‘টাইম’-এর প্রভাবশালী তালিকায় মোদির পাশেই নাম শাহিনবাগের দাদি’র
ধৃত তৃণমূল নেতার অভিযোগ, অনুব্রত মণ্ডলের স্ত্রী যখন রাজারহাটের ক্যানসার হাসপাতালে ভর্তি ছিলেন, তখন তাঁর কাছ থেকে ২০ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। “তখন বলেছিল, নিতাইদা তিন-চার মাসের মধ্যে টাকাটা দিয়ে দেব। এখন বলছে টাকা দেব না। কী প্রমাণ আছে? আমার কাছে টাকা দেওয়ার সব প্রমাণ আছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সীর কাছেও যাব- মন্তব্য নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের।
তিনি হুমকি দেন, “টাকা না দিলে গুলি করে মেরে দেব। যত বড় নেতা হোক টাকা নিয়েছে ওকে ফেরত দিতেই হবে। টাকা আদায় করেই ছাড়ব”। ইঁটাচান্দা গ্রামের বাসিন্দা শেখ সুজাউদ্দিনের অভিযোগের প্রেক্ষিতে গুসকরার স্কুল মোড় থেকে তৃণমূল নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে আউসগ্রাম থানার পুলিশ।
তবে, কেষ্ট মণ্ডলকে আউসগ্রামের তৃণমূল নেতার হুমকি দেওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য।
তৃণমূল নেতা বলেন, “জামিন পেলেই কেষ্ট মণ্ডলের কলার ধরব। কলার ধরে টাকা আদায় করব। ও নিজেকে মুখ্যমন্ত্রীর ওপরে ভাবছে। লজ্জা থাকা উচিত।”
শুধু তাই নয়, কীভাবে অনুব্রত মণ্ডলের এত সম্পত্তি হল? কীভাবে তাঁর মেয়ের দুটো চাকরি পেলেন? এইসব নিয়েও প্রশ্ন তুলেছেন নিত্যানন্দ চট্টোপাধ্যায়। তবে এ বিষয়ে সংবাদমাধ্যমের সামনে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি অনুব্রত মণ্ডল।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...