Saturday, November 8, 2025

বিতর্কিত কৃষি বিলের প্রতিবাদে NDA ত্যাগ শিরোমণি অকালি দলের

Date:

Share post:

প্রধানমন্ত্রী তথা বিজেপির কাছে বড় ধাক্কা৷

বিতর্কিত কৃষি বিলের প্রতিবাদে মোদি মন্ত্রিসভা ছাড়ার এক সপ্তাহ পর বিজেপি নেতৃত্বাধীন NDA জোট ছাড়লো
শিরোমণি অকালি দল ৷ অকালি দল বিজেপির সব থেকে পুরনো শরিক এবং এই দুই দল বেশ কয়েকবার পাঞ্জাব এবং কেন্দ্রে ক্ষমতা ভাগাভাগি করেছে।

শনিবার অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদলের সভাপতিত্বে দলের উচ্চ পর্যায়ের বৈঠকেই NDA ত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

অকালি দল বলেছে, ” মিনিমাম সাপোর্ট প্রাইস বা MSP-তে কৃষকদের ফসলের নিশ্চিত বিপণনে কেন্দ্র নিশ্চয়তা দিতে অস্বীকার করায় শিরোমণি অকালি দল বিজেপি নেতৃত্বাধীন NDA জোট থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে অকালি দল পাঞ্জাবি এবং শিখ ইস্যুতে ধারাবাহিক অসংবেদনশীলতা প্রদর্শনের জন্য নরেন্দ্র মোদি সরকারকে কাঠগড়ায়ও তুলেছে৷

আরও পড়ুন- দেশের সর্বোচ্চ বিজ্ঞান সম্মানে নাম ছ’জন বাঙালির, ‘‌ফেলুদা’‌ আবিষ্কারক পেলেন অ্যাওয়ার্ড

অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল

লোকসভায় কৃষি বিল পাশ হওয়ার দিন মোদি সরকার থেকে পদত্যাগ করেছিলেন অকালি দলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল।
টুইটারে পদত্যাগের ঘোষণা করে তিনি লিখেছিলেন, “কৃষক বিরোধী অধ্যাদেশ এবং আইনের প্রতিবাদে আমি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি। তাদের মেয়ে ও বোন হিসেবে কৃষকদের পাশে দাঁড়াতে পেরে গর্বিত।”

কৃষি বিল নিয়ে লোকসভা বিতর্কে অংশ নিয়ে তাঁর স্বামী ও অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল বলেছিলেন, কৃষি পরিকাঠামো গড়ে তুলতে পাঞ্জাব সরকারের ৫০ বছরের কঠোর পরিশ্রমকে ধ্বংস করে দেবে এই কৃষি বিল। বিলের বিরোধিতা করে তিনি বলেন, “পাঞ্জাবে ৫০ বছরের বেশি সময় ধরে চালু থাকা খাদ্যশস্য ক্রয় ব্যবস্থা ধ্বংস করার পাশাপাশি ২০ লক্ষ কৃষক, ৩ লক্ষ ‘মান্ডি’ শ্রমিক, ৩০ লাখ খেত মজদুরের ভবিষ্যৎ ধ্বংস করবে এই বিল।”

আরও পড়ুন- ১ অক্টোবর থেকে যাত্রা, নাটক, সিনেমা হল চালুর সবুজ সঙ্কেত মুখ্যমন্ত্রীর

মোদি সরকার কৃষি বিল নিয়ে অনড় থাকায় শেষপর্যন্ত NDA-জোটই ত্যাগ করলো শিরোমণি অকালি দল ৷

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...