Sunday, November 9, 2025

নীতীশের দলেই যোগ দিলেন বিহারের প্রাক্তন DG গুপ্তেশ্বর

Date:

Share post:

মিলে গেলো অঙ্ক৷ প্রত্যাশামাফিক নীতীশ কুমারের দলেই যোগ দিলেন বিহারের প্রাক্তন ডিজি গুপ্তেশ্বর পান্ডে।

গুঞ্জন ছিল, স্বেচ্ছাবসর নিয়েই JDU-তে যোগ দেবেন বিহারের প্রাক্তন ডিজি। কিন্তু শনিবার পাটনায় JDU অফিসে গিয়ে নীতীশ কুমারের সঙ্গে দেখা করে ফিরে যান। সাংবাদিকদের বিভ্রান্ত করতে বলেছিলেন, “রাজ্যে এতদিন স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছেন নীতীশ কুমার। তাই তাঁকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। রাজনীতিতে যোগ দেব এমনকিছু এখনও ঠিক করিনি। আমি মানুষের ডিজি। বক্সারের মানুষই ঠিক করবেন, এরপর আমি কী করব।”
এসব কথার ২৪ ঘণ্টার মধ্যেই ঘুরে গেলেন গুপ্তেশ্বর। রবিবার নীতীশ কুমারের সরকারি বাসভবনে এসে যোগ দিলেন JDU-তে। রবিবার গুপ্তেশ্বর বলেন, “মুখ্যমন্ত্রী নিজে আমাকে JDU-তে যোগ দিতে বলেছিলেন। দল যা বলবে সেটাই করবো। রাজনীতি খুব একটা বুঝি না। এতদিন সমাজের একেবারে নীচুতলার মানুষের জন্য কাজ করেছি। রাজনীতি এসেও সেই কাজই করবো৷”
বিহারজুড়ে জোর জল্পনা, JDU-র টিকিটে এবার বিধানসভায় লড়তে পারেন গুপ্তেশ্বর। সম্ভবত বক্সার থেকেই তিনি নির্বাচনে লড়াই করতে পারেন।

আরও পড়ুন- আল কায়দা যোগে ফের মুর্শিদাবাদ থেকে ধৃত এক

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পুলিসে অভিযোগ করেছিলেন সুশান্তের বাবা। অভিযোগ ছিল, সুশান্তের টাকা হস্তগত করে তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন রিয়া। ওই অভিযোগের তদন্তে তৎপরতা দেখিয়েছিলেন এই গুপ্তেশ্বর পান্ডে৷ ।
বিহার সরকারের ওই সক্রিয়তা দেখে বিহার পুলিসের উদ্দেশ্য প্রশ্ন তুলেছিলেন রিয়া চক্রবর্ত্তী। তার উত্তরে রিয়ার ‘অওকাত’ নিয়েও প্রশ্ন তোলেন গুপ্তেশ্বর। ডিজি বলেন, নীতীশ কুমারের সমালোচনা করার কোনও অধিকার নেই রিয়ার। এনিয়ে প্রবল জলঘোলা হয় রাজ্যে। পুলিসের একজন আধিকারিক কীভাবে এরকম মন্তব্য করতে পারেন তা নিয়েও প্রশ্ন তোলে বিভিন্ন মহল।

 

spot_img

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...