Sunday, January 11, 2026

নীতীশের দলেই যোগ দিলেন বিহারের প্রাক্তন DG গুপ্তেশ্বর

Date:

Share post:

মিলে গেলো অঙ্ক৷ প্রত্যাশামাফিক নীতীশ কুমারের দলেই যোগ দিলেন বিহারের প্রাক্তন ডিজি গুপ্তেশ্বর পান্ডে।

গুঞ্জন ছিল, স্বেচ্ছাবসর নিয়েই JDU-তে যোগ দেবেন বিহারের প্রাক্তন ডিজি। কিন্তু শনিবার পাটনায় JDU অফিসে গিয়ে নীতীশ কুমারের সঙ্গে দেখা করে ফিরে যান। সাংবাদিকদের বিভ্রান্ত করতে বলেছিলেন, “রাজ্যে এতদিন স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছেন নীতীশ কুমার। তাই তাঁকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। রাজনীতিতে যোগ দেব এমনকিছু এখনও ঠিক করিনি। আমি মানুষের ডিজি। বক্সারের মানুষই ঠিক করবেন, এরপর আমি কী করব।”
এসব কথার ২৪ ঘণ্টার মধ্যেই ঘুরে গেলেন গুপ্তেশ্বর। রবিবার নীতীশ কুমারের সরকারি বাসভবনে এসে যোগ দিলেন JDU-তে। রবিবার গুপ্তেশ্বর বলেন, “মুখ্যমন্ত্রী নিজে আমাকে JDU-তে যোগ দিতে বলেছিলেন। দল যা বলবে সেটাই করবো। রাজনীতি খুব একটা বুঝি না। এতদিন সমাজের একেবারে নীচুতলার মানুষের জন্য কাজ করেছি। রাজনীতি এসেও সেই কাজই করবো৷”
বিহারজুড়ে জোর জল্পনা, JDU-র টিকিটে এবার বিধানসভায় লড়তে পারেন গুপ্তেশ্বর। সম্ভবত বক্সার থেকেই তিনি নির্বাচনে লড়াই করতে পারেন।

আরও পড়ুন- আল কায়দা যোগে ফের মুর্শিদাবাদ থেকে ধৃত এক

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পুলিসে অভিযোগ করেছিলেন সুশান্তের বাবা। অভিযোগ ছিল, সুশান্তের টাকা হস্তগত করে তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন রিয়া। ওই অভিযোগের তদন্তে তৎপরতা দেখিয়েছিলেন এই গুপ্তেশ্বর পান্ডে৷ ।
বিহার সরকারের ওই সক্রিয়তা দেখে বিহার পুলিসের উদ্দেশ্য প্রশ্ন তুলেছিলেন রিয়া চক্রবর্ত্তী। তার উত্তরে রিয়ার ‘অওকাত’ নিয়েও প্রশ্ন তোলেন গুপ্তেশ্বর। ডিজি বলেন, নীতীশ কুমারের সমালোচনা করার কোনও অধিকার নেই রিয়ার। এনিয়ে প্রবল জলঘোলা হয় রাজ্যে। পুলিসের একজন আধিকারিক কীভাবে এরকম মন্তব্য করতে পারেন তা নিয়েও প্রশ্ন তোলে বিভিন্ন মহল।

 

spot_img

Related articles

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...

রবিবার সকালে সুখবর দিলেন অদিতি, গায়িকার কোল আলো করে এল পুত্র সন্তান

রবিবার সকালে মিলল সুখবর, মা হলেন গায়িকা অদিতি মুন্সী (Aditi Munshi)। কীর্তন শিল্পী ও দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty)...

ভেনেজুয়েলার পর সিরিয়া, আকাশপথে হামলা আমেরিকার!

সিরিয়া (Syria) জুড়ে আইএসকে (IS) লক্ষ্য করে মার্কিন সেনার হামলা। মুহুর্মুহু গোলাবর্ষণ অন্তত ৩৫টি নিশানায়। মার্কিন সেন্টার কমান্ডোর...

‘আত্মহত্যার নাটক’ করেছিলেন দেবলীনা! নেটপাড়ার রোষানলে পড়তেই হাসপাতাল থেকে জবাব গায়িকার

৭৮টি ঘুমের ওষুধ খাওয়ার খবর থেকে, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে যেকোনও একটাকে বেছে নিতে না পারার জন্য...