Sunday, November 9, 2025

পুরুলিয়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ প্রধান, উপ-প্রধানের! ঘাসফুলের দখলে পঞ্চায়েতও

Date:

Share post:

নিজেদের শক্ত ঘাঁটি বলে পরিচিত পুরুলিয়ায় এবার ব্যাপক ভাঙন বিজেপিতে। বিজেপি পরিচালিত জয়পুর গ্রাম পঞ্চায়েত দখল করলো ঘাসফুল শিবির। বিজেপির প্রধান-উপপ্রধান-সহ পুরুলিয়ার একটি গ্রাম পঞ্চায়েতের মোট ১০জন সদস্য গেরুয়া ছেড়ে শাসক শিবিরে যোগ দিলেন। তাঁদের সঙ্গে ওই গ্রামের কমপক্ষে ৭০০টি পরিবারও বিজেপি ছেড়ে যোগ দিল তৃণমূল কংগ্রেসে।

আরও পড়ুন- রাজভবনের অন্দরে অর্থের টানাটানি! অতিরিক্ত ৫৩ লক্ষ দিতে পারবে না নবান্ন

বিজেপি ছেড়ে আসা নেতা কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর তথা পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। জেলা পরিষদের সভাধিপতি ছাড়াও এদিনের এই যোগদান অনুষ্ঠানে ছিলেন আরও দুই কো-অর্ডিনেটর সুসেন চন্দ্র মাঝি, মীরা বাউরি, স্থানীয় বিধায়ক শক্তিপদ মাহাতো ও জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শংকরনারায়ণ সিংদেও।

প্রসঙ্গত, জয়পুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৬টি। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ৯টি আসন পেয়েছিল। এছাড়া তৃণমূল ২টি, নির্দল ৪টি ও কংগ্রেস ১টি পায়। বিজেপি পঞ্চায়েত গঠন করে। পঞ্চায়েত প্রধান অপর্ণা বাদ্যকর, উপপ্রধান হন মনোহর রাজোয়ার। তাঁরাই এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। সঙ্গে আরও ৮ সদস্য। ফলে বর্তমানে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। সেই জায়গায় বিজেপি কমে হল মাত্র ৩। নির্দলের আর কোনও সদস্য থাকল না।

তৃণমূলে যোগদানের পর তাঁরা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই তাঁদের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। বিজেপিতে থেকে কোনও কাজের সুযোগ পাচ্ছেন না তাঁরা। বরং, দুর্নীতিতে ভরে গিয়েছে বিজেপি দলটা। যাঁরা আদি বিজেপি তাঁরা সম্মান ও গুরুত্ব হারাচ্ছেন। অন্য দল থেকে আসা লোকেদের ই এখানে দাপট বেশি।

spot_img

Related articles

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...