Friday, November 7, 2025

খুন নয়, আত্মহত্যা করেছিলেন সুশান্ত, সিবিআইকে রিপোর্ট পেশ এইমসের চিকিৎসকদের

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুত খুন হননি। আত্মহত্যাই করেছেন বলিউড অভিনেতা। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দিল্লির এইমসের চিকিৎসক দল এই কথা জানিয়েছে সিবিআই-কে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিষক্রিয়ায় মৃত্যু বা শ্বাসরোধ করে খুনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন চিকিৎসকরা।

গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মুম্বই পুলিশ জানিয়েছিল, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন অভিনেতা। কিন্তু সুশান্তের পরিবার এবং আইনজীবী বিকাশ সিং অভিনেতাকে খুন করার অভিযোগ তুলেছিলেন। এমনকী এই মৃত্যুর সুবিচার চেয়ে সরব হন সুশান্তের অনুরাগী থেকে বলিউডের একাংশ।

আত্মহত্যায় প্ররোচনা দেওয়া সহ টাকা তছরুপের অভিযোগ তোলে সুশান্তের পরিবার। অভিনেতার বাবা কে কে সিং রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। দীর্ঘ টানাপোড়েনের পর বিহার সরকারের সুপারিশ মেনে সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দেয় কেন্দ্রীয় সরকার। তদন্তের স্বার্থেই ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখতে দিল্লির এইমসের চার চিকিৎসকদের একটি দল তৈরি করা হয়। এই বিশেষজ্ঞ দলের নেতৃত্বে ছিলেন এইমসের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্ত। সব দিক খতিয়ে দেখে সোমবার রিপোর্ট জমা দিয়েছে বিশেষজ্ঞ দল।

সুশান্তের ময়নাতদন্ত হয় মুম্বইয়ের কুপার হাসপাতালে। ময়নাতদন্তের পর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, গলায় ফাঁস লাগার জন্য দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে সুশান্তের। সেই একই তথ্য সিবিআইকে দিয়েছে এইমসের বিশেষজ্ঞ দল। এই মৃত্যু তদন্তে নেমে রিয়া চক্রবর্তী সহ ২০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তদন্তের স্বার্থে অভিনেতারা ল্যাপটপ, হার্ড ড্রাইভ, মোবাইল ফোন ডিজিটাল ক্যামেরা বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন:মহামারি আবহে এবার নতুন আতঙ্ক ‘কঙ্গো জ্বর’, হাই অ্যালার্ট জারি রাজ্যে

spot_img

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...