Monday, May 5, 2025

অস্ত্রোপচার চলাকালীন মৃত্যু সন্তানের, ‌অপমানে আত্মঘাতী চিকিৎসক বাবা

Date:

Share post:

নিজেই মেয়ের অস্ত্রোপচার করেছিলেন। অস্ত্রোপচার চলাকালীন মৃত্যু হয় মেয়ের। সেই শোক সামলাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন কেরলের চিকিৎসক অনুপ কৃষ্ণ। অভিযোগ, শুধু শোকই নয়, মেয়ের মৃত্যুর জন্য তাঁকে হেনস্থা করা হয়।

গত ২৩ সেপ্টেম্বর ওই চিকিৎসকের ৭ বছরের মেয়ের অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের সময় মৃত্যু হয়। মেয়ের অস্ত্রোপচার করছিলেন চিকিৎসক নিজেই। এরপর সোশ্যাল মিডিয়ায় হেনস্থা করা হয় অনুপ কৃষ্ণাকে। সোশ্যাল মিডিয়ায় বলা হয়, তিনি নিজেই তাঁর মেয়েকে মেরে ফেলেছেন। এরপরই কোল্লাম জেলার বাসিন্দা বছর ৩৫-এর চিকিৎসক চরম সিদ্ধান্ত নেন।

মৃত চিকিৎক অনুপ কৃষ্ণা অর্থো কেয়ার বলে একটি হাসপাতাল চালাতেন। ৭ বছরের মেয়ে তাঁরই হাসপাতালে ভর্তি হয়েছিল, হাঁটুর অস্ত্রোপচারের জন্য। কিন্তু অস্ত্রোপচারের সময়, তাঁর মেয়ে হৃদরোগে আক্রান্ত হয়। অন্য হাসপাতালে নিয়ে গেলেও, তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এরপর চিকিৎসকের দিকে আঙুল তোলে পরিবার থেকে স্থানীয়রা। কোল্লাম পূর্ব পুলিশ স্টেশনে অনুপের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করা হয়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার কাদাপ্পাকাড়াতে নিজের বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। বাথরুমের দেওয়ালে ‘সরি’ লিখেছিলেন বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, এক সপ্তাহ আগেই মেয়ের মৃত্যু হয়েছিল। এই ঘটনায় কোল্লাম জেলার কিলিকোল্লুর পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এর সঙ্গে মেয়ের মৃত্যুর যোগ আছে কি না তা তার তদন্ত করছে পুলিশ। তাঁকে কোনও হুমকি দেওয়া হয়েছিল কি না বা কেউ তাঁকে হেনস্থা করেছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:দক্ষিণ ভারতে সক্রিয় আইএস জঙ্গি গোষ্ঠী, চার্জশিট পেশ করে সতর্ক করল এনআইএ

spot_img
spot_img

Related articles

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...