Tuesday, November 11, 2025

বাংলাদেশ থেকে শুরু আন্তর্জাতিক রুটের ফ্লাইট

Date:

Share post:

আকাশপথে যাত্রী চলাচলে বিধিনিষেধ শিথিল হতেই বাংলাদেশ থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক রুটের ফ্লাইট। গতকাল পর্যন্ত ১০টি রুটে ফ্লাইট পরিচালনা করেছে বাংলাদেশ বিমান। করোনার ধাক্কা সামলে যাত্রীর পদচারণে মুখর হয়ে উঠেছে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

দেশগুলো হলো- চিন, মালয়েশিয়া, মালদ্বীপ, কাতার, শ্রীলঙ্কা, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ওমান ও সিঙ্গাপুর। রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান ১৬টি রুটের মধ্যে লন্ডন, আবুধাবি, দুবাই, কুয়ালালামপুর, গুয়াংজু, হংকং, রিয়াদ, জেদ্দা, মাসকাট, দাম্মাম ও সিঙ্গাপুরে ফ্লাইট পরিচালনা শুরু করছে। এ ছাড়া বিমান বর্তমানে বিভিন্ন রুটে বিশেষ ও কার্গো ফ্লাইট পরিচালনা করছে। বিমান বর্তমানে আন্তর্জাতিক রুটে প্রতি সপ্তাহে দুটির বেশি ফ্লাইট পরিচালনা করছে।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ‘আমরা দেশীয় ও আন্তর্জাতিক রুটে যাত্রী বৃদ্ধির প্রচেষ্টায় এয়ার অপারেটর, বিমানবন্দর এবং যাত্রীদের জন্য আপডেট নির্দেশিকা জারি করেছি। যেসব ফ্লাইট আবেদন করেছে তাদের ফ্লাইট পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে।’

গতকাল দুপুরে শাহজালাল বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে গিয়ে দেখা যায়, লাইন দিয়ে ভিতরে প্রবেশ করছেন যাত্রীরা। গেটে মাস্ক, হ্যান্ড গ্লাভস সরবরাহ করছেন বিভিন্ন কোম্পানির কর্মীরা।

সিভিল এভিয়েশনসূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) বিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যে কোনো ফ্লাইটে ২৫ শতাংশ আসন শূন্য রাখতে অপারেটরদের আগে দেওয়া নির্দেশ প্রত্যাহার করা হয়েছে। ফ্লাইট অপারেটররা যাত্রীদের মুখে লাগানো ফেস শিল্ড সরবরাহ করবে এ শর্তে এখন শেষ দুটি সারি বাদে সব আসনে যাত্রী বহন করতে পারছে। গতকাল পর্যন্ত ১০টি দেশের সঙ্গে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

কাতার এয়ারওয়েজ প্রতি সপ্তাহে দোহা-ঢাকা-দোহা রুটে চারটি নির্ধারিত ফ্লাইট পরিচালনা করছে। সৌদি আরাবিয়া এয়ারলাইনস প্রতি সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করছে। এমিরেটস দুবাই-ঢাকা-দুবাই রুটে সপ্তাহে নয়টি ফ্লাইট পরিচালনা করছে। শীঘ্রই আরও ফ্লাইট বাড়ানো হবে বলে জানা গিয়েছে। এয়ার অ্যারাবিয়া ঢাকা থেকে আবুধাবি ও ঢাকা-শারজাহ রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া তারা ঢাকা-চট্টগ্রাম রুটেও সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করছে। ইতিহাদ এয়ারওয়েজ সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করছে।

ফ্লাইট দুবাই সংস্থাটি বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম থেকে প্রতি সপ্তাহে যথাক্রমে চারটি ফ্লাইট পরিচালনা করছে। টার্কিশ এয়ারলাইনস ২ জুলাই থেকে ইস্তাম্বুল-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে। সংস্থাটি বর্তমানে প্রতি সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করছে। মালয়েশিয়ান এয়ারলাইনস, এয়ার এশিয়া, চাইন সাউদার্ন, মালিন্দো এয়ারলাইনস ঢাকা থেকে সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। মালদিভান এয়ারলাইনস ঢাকা থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করছে।

শ্রীলঙ্কান এয়ারলাইনস, গালফ এয়ার, ওমান এয়ার, সালাম এয়ার, জাজিরা এয়ারওয়েজ ঢাকা থেকে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করছে। তবে ওমান এয়ার ও সালাম এয়ার প্রতি সপ্তাহে চট্টগ্রাম থেকে দুটি ফ্লাইট পরিচালনা করছে। থাই এয়ারওয়েজ প্রাথমিকভাবে ১ অগাস্ট থেকে প্রতি সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা শুরু করে। দেশীয় এয়ারলাইনস ইউএস-বাংলা বর্তমানে সপ্তাহে গুয়াংজু ও দোহায় দুটি ও ঢাকা-মাসকাট রুটে একটি ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া ঢাকা-সিঙ্গাপুর রুটেও ফ্লাইট পরিচালনা শুরু করবে তারা। সিঙ্গাপুর এয়ারলাইনস ২০ অক্টোবর থেকে প্রতি সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে।

সরকার সিদ্ধান্ত নিয়েছে সব যাত্রীর কোভিড-১৯ রিপোর্ট থাকতে হবে না। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, ‘সংশ্লিষ্ট যাত্রীর গন্তব্য দেশ যখন এটি চাইবে তখনই ছাড়পত্র বাধ্যতামূলক হবে।’ বৈধ ভিসায় বাংলাদেশে আসা বিদেশি নাগরিকদের ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে একটি মেডিকেল রিপোর্ট নিয়ে আসতে হবে। বাংলাদেশি নাগরিকের বৈধ রিপোর্ট থাকলেও তাদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে।

আরও পড়ুন:আওয়ামী লীগ কাজ করছে, অন্য দল সমালোচনায় ব্যস্ত, জানাচ্ছেন হাসিনা

spot_img

Related articles

গতি মানেই প্রগতি: স্বাস্থ্যসচিবকে দ্রুত নিয়োগের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আদালতের জন্য আটকে ছিল নিয়োগ। এবার দ্রুত নিয়োগ করতে হবে। মঙ্গলবার, স্বাস্থ্য  ভবনে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে...

আস্ত একটা বিশ্ববিদ্যালয়ই জঙ্গির আঁতুড়ঘর! পুরুষের পরে মহিলা চিকিৎসকের আড়ালেও জঙ্গীনেত্রী

একটা বিস্ফোরণ। তার জেলে রুটিন তল্লাশি। ঠিক যেভাবে অন্যান্য একেকটা নাশকতার পরে চলতে থাকে। তবে জঙ্গি আঁতুড়ঘর যে...

এবার হার্ট-লিভার-কিডনি ব্যাঙ্কের পরিকল্পনা: মোবাইল মেডিক্যাল ইউনিট উদ্বোধনে জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যে আরও অর্গ্যান ব্যাঙ্ক তৈরি হোক। চান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের...

ইডেনে ঘূর্ণি পিচের আভাস, স্পিনারদের বিরুদ্ধে প্রস্তুতিতে জোর গিলদের

শীতের শুরুতেই কলকাতায় ক্রিকেট কার্নিভাল। ভারত-দক্ষিণ আফ্রিকা(India VS South Afrcia) প্রথম টেস্টের আগে চর্চায় ইডেনের  পিচ। শহরে আসার...