Sunday, January 11, 2026

করোনা আবহে মল্লিক বাড়ির পুজোয় সর্বসাধারণের প্রবেশে জারি হল নিষেধাজ্ঞা

Date:

Share post:

সামনেই দুর্গা পুজো। আর কলকাতার পুজো বললেই দুটো ছবি চোখের সামনে ভেসে ওঠে। এক তো বারোয়ারি- সার্বজনীন ক্লাবের পুজোগুলো। সেখানে থাকে থিমের বাহার, বিরাট ঝাঁ চকচকে মণ্ডপ, ঘাড় উঁচু করে দেখা বিশাল প্রতিমা। আর অন্যদিকে, বাড়ির পুজো। ছোটখাটো, ছিমছাম পুজো, অথচ বড্ড আন্তরিক। বাড়ির পুজোয় বারোয়ারির মতো তেমন জাঁকজমক না থাকলেও, অন্যরকম একটা আনন্দ থাকে। তেমনই এক বাড়ির পুজো হল কলকাতার মল্লিক বাড়ির পুজো।

হ্যা, ঠিকই ধরেছেন। রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিকদের কথাই বলছি। এই বনেদি বাড়ির পুজো এ বছর ৯৬ বছরে পা দিল। শুধু কলকাতা নয়, দেশ বিদেশ থেকেও প্রচুর মানুষ পুজোর সময় আসেন এই বাড়ির পুজো দেখতে। পুজোর আবহে সকলে মিলে মিশে এক হয়ে যান। তখন কেউ সেলিব্রিটি নন, সবাই সাধারণ।

আরও পড়ুন : মেট্রোর উদ্বোধন : মুখ্যমন্ত্রীই বাদ! থাকব বলে জল্পনা বাড়ালেন সাধন

তবে করোনা আবহে সবকিছুই যেন এলোমেলো হয়ে গিয়েছে। প্রসঙ্গত, জুলাই মাসেই করোনা আক্রান্ত হয়েছিলেন কোয়েল মল্লিক, তাঁর প্রযোজক স্বামী নিসপাল সিং রানে, অভিনেতা রঞ্জিত মল্লিক ও তাঁর স্ত্রী। বর্তমানে অবশ্য তাঁরা সকলেই সুস্থ আছেন। তাই এবার নিজেদের নিয়ম একটু বদলেছে মল্লিক পরিবার। তাঁরা জানিয়েছেন, এবছর দুর্গাপুজো হবে, তবে সেখানে এবারের জন্য সর্বসাধারণের প্রবেশে জারি হল নিষেধাজ্ঞা। প্রত্যেকের সুরক্ষার কথা মাথায় রেখে দর্শনার্থী ও সংবাদমাধ্যমের প্রবেশে অনুমতি দেওয়া হচ্ছে না। একথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

মল্লিক পরিবারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই। সেগুলি কোয়েলের সোশ্যাল মিডিয়া পোস্টের নিচে কমেন্টে উঠে এসেছে। অনেকেই এই সিদ্ধান্তকে সমর্থন করে লিখেছেন, ”পরের বছর আবার না হয় জাঁক জমক হবে”। মল্লিকের পরিবারের সুস্থতা কামনা করেছেন সকলে।

spot_img

Related articles

নাম জিজ্ঞাসা করেই গুলি! দিল্লিতে খুনের অপরাধীরা মেরে ফেলল সাক্ষী স্ত্রীকেও

রাজধানীর (Delhi Crime) নিরাপত্তা নিয়ে যখন পুরোটাই ভাগ্যের হাতে ছেড়ে রেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah), তখন...

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...