Saturday, August 23, 2025

করোনা আবহে মল্লিক বাড়ির পুজোয় সর্বসাধারণের প্রবেশে জারি হল নিষেধাজ্ঞা

Date:

Share post:

সামনেই দুর্গা পুজো। আর কলকাতার পুজো বললেই দুটো ছবি চোখের সামনে ভেসে ওঠে। এক তো বারোয়ারি- সার্বজনীন ক্লাবের পুজোগুলো। সেখানে থাকে থিমের বাহার, বিরাট ঝাঁ চকচকে মণ্ডপ, ঘাড় উঁচু করে দেখা বিশাল প্রতিমা। আর অন্যদিকে, বাড়ির পুজো। ছোটখাটো, ছিমছাম পুজো, অথচ বড্ড আন্তরিক। বাড়ির পুজোয় বারোয়ারির মতো তেমন জাঁকজমক না থাকলেও, অন্যরকম একটা আনন্দ থাকে। তেমনই এক বাড়ির পুজো হল কলকাতার মল্লিক বাড়ির পুজো।

হ্যা, ঠিকই ধরেছেন। রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিকদের কথাই বলছি। এই বনেদি বাড়ির পুজো এ বছর ৯৬ বছরে পা দিল। শুধু কলকাতা নয়, দেশ বিদেশ থেকেও প্রচুর মানুষ পুজোর সময় আসেন এই বাড়ির পুজো দেখতে। পুজোর আবহে সকলে মিলে মিশে এক হয়ে যান। তখন কেউ সেলিব্রিটি নন, সবাই সাধারণ।

আরও পড়ুন : মেট্রোর উদ্বোধন : মুখ্যমন্ত্রীই বাদ! থাকব বলে জল্পনা বাড়ালেন সাধন

তবে করোনা আবহে সবকিছুই যেন এলোমেলো হয়ে গিয়েছে। প্রসঙ্গত, জুলাই মাসেই করোনা আক্রান্ত হয়েছিলেন কোয়েল মল্লিক, তাঁর প্রযোজক স্বামী নিসপাল সিং রানে, অভিনেতা রঞ্জিত মল্লিক ও তাঁর স্ত্রী। বর্তমানে অবশ্য তাঁরা সকলেই সুস্থ আছেন। তাই এবার নিজেদের নিয়ম একটু বদলেছে মল্লিক পরিবার। তাঁরা জানিয়েছেন, এবছর দুর্গাপুজো হবে, তবে সেখানে এবারের জন্য সর্বসাধারণের প্রবেশে জারি হল নিষেধাজ্ঞা। প্রত্যেকের সুরক্ষার কথা মাথায় রেখে দর্শনার্থী ও সংবাদমাধ্যমের প্রবেশে অনুমতি দেওয়া হচ্ছে না। একথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

মল্লিক পরিবারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই। সেগুলি কোয়েলের সোশ্যাল মিডিয়া পোস্টের নিচে কমেন্টে উঠে এসেছে। অনেকেই এই সিদ্ধান্তকে সমর্থন করে লিখেছেন, ”পরের বছর আবার না হয় জাঁক জমক হবে”। মল্লিকের পরিবারের সুস্থতা কামনা করেছেন সকলে।

spot_img

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...