Tuesday, November 4, 2025

নিঁখোজ নাবালিকার ছিন্নভিন্ন দেহ উদ্ধার ক্ষেত থেকে, ঘটনাস্থল ফের উত্তরপ্রদেশ

Date:

Share post:

পরিবার সূত্রে খবর, ২৬ সেপ্টেম্বর থেকে নিখোঁজ হয়েছিল সেই কিশোরী। তারই ছিন্নভিন্ন দেহ মিলল ক্ষেত থেকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানৌর জেলার দেহাত গ্রামে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কিশোরীর দুই আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ।

গণধর্ষণ করে খুনের ঘটনায় গত কয়েকদিনে রেকর্ড করে ফেলেছে উত্তরপ্রদেশ। প্রথমে হাথরাস, তারপর বলরামপুর, তারপর একে একে সামনে আসে আরও কিছে একই ধরণের ঘটনা। হাথরসের ঘটনায় যখন সারা দেশ ক্ষোভে ফুঁসছে, ঠিক সেই সময়ে কানৌরের এই ঘটনার খবরে আর্ও তিক্ত হল পরিস্থিতি। ফলে যোগী রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।

আরও পড়ুন : হাথরাসে ধর্ষকদের সমর্থনে বিক্ষোভ, অভিযোগ, মদত শাসকদলের

পুলিশসূত্রে খবর, ক্ষেতের মধ্যে দেহটি খণ্ডখণ্ড অবস্থায় পাওয়া গিয়েছিল। তাদের প্রাথমিক অনুমান, গণধর্ষণ করে খুন করা হয়েছে এই নাবালিকা কিশোরীকেও। একই অভিযোগ তুলেছে মৃতার পরিবারও। পুলিশ জানিয়েছে, তাঁরা দেহের বিভিন্ন অংশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে।

কানপুর দেহাত পুলিশ সুপার কে কে চৌধুরী জানিয়েছেন, মৃতার পরিবারের বয়ান অনুযায়ী, জমি নিয়ে বিবাদের জেরেই খুন করা হয়েছে নাবালিকাকে। তদন্তে নেমে এরপরেই গ্রেফতার করা হয় দুই আত্মীয়কে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে এদিনই উত্তরপ্রদেশের পিলিভিটে এক নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ ওঠে। পরিবারের তরফ থেকে অভিযোগ পাওয়ার পরই ওই নাবালিকাকে উদ্ধার কাজে লাগে বিশালপুর থানার পুলিশ। তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই নাবালিকার বাড়ি বিশালপুর এলাকায়।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...