শান্ত পাহাড়, তবু তার মাঝে হঠাৎ গোর্খাল্যান্ড নিয়ে অমিত শাহর দফতরের বৈঠক

বাংলায় নির্বাচনের ঘন্টা কার্যত বেজে গিয়েছে। এর মাঝে ফের গোর্খাল্যান্ড ইস্যু উস্কে দেওয়ার জন্য গোর্খাল্যান্ড নিয়ে বৈঠক ডাকল অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রক।

আগামী ৭ অক্টোবর সকাল ১১টায় দিল্লিতে এই বৈঠক ডেকেছে স্বরাষ্ট্রমন্ত্রক। বৈঠকে ডাকা হয়েছে জিটিএর প্রতিনিধি, দার্জিলিঙয়ের জেলা শাসক, স্বরাষ্ট্রসচিব এমনকী গোর্খা জনমুক্তি মোর্চাকেও। বৈঠকে নিশ্চিতভাবে থাকবেন দার্জিলিঙয়ের সাংসদ রাজু বিস্তও। রাজু বিস্ত কিছুদিন আগে পৃথক গোর্খাল্যান্ডের দাবি জানিয়ে বিতর্ক তৈরি করেন।

মূলত জিএনএলএফ-এর আবেদন ছিল বৈঠক ডাকার। গত জুলাই মাসে এই বৈঠক ডাকা হয়েছিল। তার সঙ্গে বিজেপির অভ্যন্তরেও অনেকেই গোর্খাল্যান্ডের প্রতি সহানুভূতিশীল। এই পরিস্থিতির মাঝে বৈঠকের আসলে রাজনৈতিক তাৎপর্য রয়েছে। গোর্খাদের সেন্টিমেন্ট জাগিয়ে তুলতেই এই উদ্যোগ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। একইসঙ্গে রাজ্য সরকারকে রাজনৈতিকভাবে ব্যস্ত রাখাই মূল উদ্দেশ্য।

Previous articleকরোনা কাঁটার মধ্যেই জমজমাট পরেশ পালের ইলিশ উৎসব
Next articleনিঁখোজ নাবালিকার ছিন্নভিন্ন দেহ উদ্ধার ক্ষেত থেকে, ঘটনাস্থল ফের উত্তরপ্রদেশ