Sunday, November 16, 2025

গান্ধী পিস অ্যাওয়ার্ডে সম্মানিত সত্যম, আন্তর্জাতিক মঞ্চে প্রকাশিত ‘মহাত্মা ফর ইউ’

Date:

Share post:

গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে প্রকাশিত হল সত্যম রায়চৌধুরী সম্পাদিত ‘ফর ইউ’ সিরিজের সাম্প্রতিক সংযোজন ‘মহাত্মা ফর ইউ’ বইটি। ‘দ্য অথরস ক্লাব ওয়ার্ল্ডওয়াইড’ আয়োজিত এক অনুষ্ঠানে বিশিষ্টজনের উপস্থিতিতে বইটি প্রকাশ করেন ইন্ডিয়ান কাউন্সিল ফর গান্ধীয়ান স্টাডিজ ডঃ এন রাধাকৃষ্ণন ও আজাদ হিন্দ ফৌজ ট্রাস্টের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়র আর এস ছিকারা। বিশিষ্ট শিক্ষাবিদ সত্যম রায়চৌধুরী তাঁর জীবনে মহাত্মা গান্ধীর প্রভাব সম্পর্কে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তাঁর কথায় লিডার অফ দ্য ওয়ার্ল্ড গান্ধী বহুমুখী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তাঁকে বলা যায় ‘গ্রেটেস্ট ইনভেন্টর’।

অনুষ্ঠানে গান্ধী পিস অ্যাওয়ার্ড দেওয়া হয়। মোট ১২ জন এই পুরস্কার পান। তালিকায় সত্যম রায়চৌধুরীর পাশাপাশি ছিলেন ডঃ এন রাধাকৃষ্ণন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়র আর এস ছিকিরা, উসেইন বোল্ট, প্রিন্স জগদীশ দানেট, শ্বেতা ঝা, রানিয়া লোম্পু, এভারটন হান্নান, ক্রেসি ক্রেসেনজা, অনন্ত মহাদেবন, হ্যারিয়েট টার্নার রিভার্স ও গাই জোকেন।

গান্ধীজীর দেড়শোতম জন্মজয়ন্তী উপলক্ষে এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল গত বছর। তার সমাপ্তি অনুষ্ঠান হয় এবছর দোসরা অক্টোবর। বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট মানুষ যোগ দিয়েছিলেন ভার্চুয়াল এই অনুষ্ঠানে। প্রায় তিন ঘণ্টা ধরে সেখানে মহাত্মা গান্ধীর জীবন ও কাজ নিয়ে আলোচনা হয়। ভার্চুয়াল আলোচনা চক্রে কলকাতার স্টুডিও থেকে উপস্থিত ছিলেন সত্যম রায়চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন দ্য অরথস ক্লাব ওয়ার্ল্ডওয়াইড-এর প্রেসিডেন্ট ও সিইও ডঃ দীপঙ্কর রায় এবং ভাইস প্রেসিডেন্ট জসমিত সিং অরোরা। নিজের নিজের শহর থেকে আলোচনা চক্রে যোগ দেন বিশিষ্ট অভিনেতা অনন্ত মহাদেবন, ইউনেস্কোর সেন্টার ফর পিসের চেয়ারম্যান জ্যামাইকার গাই জোকেন, এডুকেশন অ্যাফেয়ার্স ফোরাম-এর ডিরেক্টর গ্রিসের রানিয়া লোম্পু প্রমূখ।

ডঃ দীপঙ্কর রায় বলেন, তাঁদের সংগঠন গান্ধীর সাম্যবাদ ও মানবতার আদর্শে বিশ্বাসী। তাঁর মতে, ঐক্যবদ্ধ পৃথিবীতে মানুষ খেতে পেলে, তবেই শিক্ষা গ্রহণ করতে পারবে। ডঃ রায় জানান, সেই লক্ষ্যেই কাজ করে চলেছে দ্য অথরস ক্লাব অফ ওয়ার্ল্ডওয়াইড।

অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন সাধনা সরগম, সুদেশ ভোঁসলে ও সিদ্ধান্ত ভোঁসলে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিধি কুমার।

আরও পড়ুন-নোবেল ২০২০ : চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

spot_img

Related articles

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...