কয়লা-কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত বাজপেয়ী সরকারের প্রাক্তণ মন্ত্রী, সাজা ঘোষণা ১৪ই

NDA মন্ত্রীদের দুর্নীতি এবার প্রমানিত হলো৷ এই প্রথম আর্থিক কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হলেন বাজপেয়ী সরকারের এক কেন্দ্রীয় মন্ত্রী ৷ বিরোধী শিবিরের মন্তব্য, “এই তো সবে শুরু, এবার এক এক করে বিজেপির কেন্দ্রীয় একাধিক বর্তমান মন্ত্রীদেরও কুকীর্তিও প্রমানিত হবে”৷

কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হলেন বাজপেয়ী সরকারের কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ রায়।
তাঁর সঙ্গেই একই অভিযোগে মন্ত্রকের তৎকালীন দুই আধিকারিক ও দু’টি বেসরকারি সংস্থাকেও দোষী সাব্যস্ত করা হয়েছে৷ দিল্লির বিশেষ CBI আদালত শাস্তি ঘোষণা করবে আগামী ১৪ অক্টোবর।

প্রায় দু’দশক আগে, ১৯৯৯ সালে ওড়িশার এই নেতার বিরুদ্ধে ঝাড়খণ্ডে কয়লার ব্লক বণ্টনে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে। দোষী সাব্যস্ত হয়েছেন কয়লা মন্ত্রকের তৎকালীন আধিকারিক প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায় ও নিত্যানন্দ গৌতম। এ ছাড়া ক্যাসট্রন টেকনোলজিস লিমিটেডের ডিরেক্টর মহেন্দ্রকুমার আগরওয়ালের অপরাধও প্রমাণিত হয়েছে CBI আদালতে। CBI আদালতের বিচারক ভারত পরাশর বলেছেন, ‘‘দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের বণ্টনে অসঙ্গতি ও অপরাধমূলক ষড়যন্ত্র ছিল।’’ এই মামলায় দিলীপ রায়ের ভূমিকা ব্যাখ্যা করে বিচারক জানিয়েছেন, “অসৎ ও পরিকল্পিত উদ্দেশ্য নিয়ে আইন ভঙ্গ করেছেন দিলীপ রায়। এটা প্রমানিত যে, দিলীপ রায় অসৎ ও বেআইনি ভাবে গিরিডির ওই কয়লার ব্লক সিটিএল সংস্থাকে পাইয়ে দিয়েছেন”৷

আরও পড়ুন- মনীশ খুনে অর্জুনের অভিযোগ ফুৎকারে ওড়ালেন তৃণমূল নেতৃত্ব

বাজপেয়ী জমানায় কয়লা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন দিলীপ রায়। ১৯৯৯ সালে ঝাড়খণ্ডের একাধিক কয়লা ব্লক বণ্টনে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। ১৯৯৯ সালে গিরিডির ব্রহ্মডিহা ব্লক থেকে কয়লা উত্তোলনের বরাত পায় সিটিএল। অভিযোগ ওঠে, মোটা টাকা ঘুষের বিনিময়ে সিটিএল-কে কয়লার ব্লক পাইয়ে দিয়েছিলেন এই দিলীপ রায়৷

আরও পড়ুন- কোয়াড বৈঠকে চিনের আগ্রাসন নিয়ে সুর চড়াল ভারত, সমর্থন বাকিদের

Previous articleকোয়াড বৈঠকে চিনের আগ্রাসন নিয়ে সুর চড়াল ভারত, সমর্থন বাকিদের
Next articleEXCLUSIVE : সুখবর, পুজোর মুখে চালু হচ্ছে ৭টি ট্রেন