EXCLUSIVE : সুখবর, পুজোর মুখে চালু হচ্ছে ৭টি ট্রেন

কোভিড পরিস্থিতির মাঝে সুখবর। চালু হচ্ছে ট্রেন পরিষেবা। রেলের তরফে এই ট্রেনগুলিকে ‘পুজো স্পেশাল’ তকমা দেওয়া হলেও এটি যে কার্যত স্বাভাবিক ট্রেন পরিষেবা চালু হওয়ার প্রাথমিক পদক্ষেপ, তা বলাই বাহুল্য।

সোমবার রেল মন্ত্রকের তরফে দুটি সার্কুলার (CRSE/CHG/HQ/এড় ও holiday special pt.Vlll ) দিয়ে জানানো হয়েছে ৭টি ট্রেন চালুর সবরকমের ব্যবস্থা যেন নেওয়া হয়। এই ট্রেনগুলি হলো :

১. দার্জিলিঙ মেল ( দৈনিক, শিয়ালদহ থেকে)
২. গঙ্গাসাগর এক্সপ্রেস ( দৈনিক, শিয়ালদহ থেকে)
৩. তিস্তা তোর্সা এক্সপ্রেস (দৈনিক, শিয়ালদহ থেকে)
৪. মিথিলা এক্সপ্রেস ( দৈনিক, হাওড়া থেকে)
৫. রাজধানী এক্সপ্রেস ( দৈনিক, হাওড়া)
৬. হিমগিরি এক্সপ্রেস ( সপ্তাহে ৪দিন, মঙ্গলবার, শুক্রবার, শনিবার) চতুর্থ দিন কবে সে নিয়ে বিভ্রান্তি রয়েছে নোটিশে
৭. রাজধানী এক্সপ্রেস (দৈনিক, শিয়ালদহ থেকে)

রেল সূত্রে জানা গিয়েছে, সম্ভবত ২০ অক্টোবর থেকে ট্রেনগুলি চলবে। তবে রাজধানী এক্সপ্রেস আরও ৭দিন আগে ১২ অক্টোবর থেকে চালু হবে। নোটিশটি কলকাতায় পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারের দফতর থেকে পাঠানো হয়েছে। সার্কুলারে প্রস্তুত থাকতে বলা হয়েছে আসানসোল, হাওড়া, মালদহ ও শিয়ালদহ ডিভিশনকে।

আরও পড়ুন- কয়লা-কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত বাজপেয়ী সরকারের প্রাক্তণ মন্ত্রী, সাজা ঘোষণা ১৪ই

ফলে নিউ নর্মাল লাইফে ফেরার এটি প্রাথমিক উদ্যোগ। দেখার বিষয়, ট্রেন চলাচলে সংক্রমণের ক্ষেত্রে কোনও নতুন করে ছাপ পড়ে কিনা!

Previous articleকয়লা-কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত বাজপেয়ী সরকারের প্রাক্তণ মন্ত্রী, সাজা ঘোষণা ১৪ই
Next articleশিকার ধরতে এসে জালে ১১ ফুটের অজগর