Sunday, August 24, 2025

বেলেঘাটায় ভয়ঙ্কর বিস্ফোরণ, উড়ে গেল ক্লাবের ছাদ! তারপর?

Date:

Share post:

সাতসকালে বিকট শব্দে ঘুম ভাঙল পাড়াপড়শীর। ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ে গেল একটি ক্লাবের ছাদ। ঘটনা, বেলেঘাটা গান্ধী ভবন সংলগ্ন এলাকা। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে পুলিশ ও ডগ স্কোয়াড। গিয়েছে ফরেন্সিক দলও। চলছে জিজ্ঞাসাবাদ ও নমুনা সংগ্রহের কাজ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। সেখানে পৌঁছেছে ডিসি ই এস ডি অজয় প্রসাদ। তিনি নিজে গোটা বিষয় খতিয়ে দেখছেন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

জানা গিয়েছে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সাতসকালে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ঘুম চোখে ভয়ে আড়ষ্ট হয়ে যান বাসিন্দারা। বিস্ফোরণে উড়ে গিয়েছে একটি বাড়ির ছাদ। যেটা একটি ক্লাব। এলাকা তছনছ। এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইট-কাঠ-লোহা-কাঁচের টুকরো।

কিন্তু ঠিক কী কারণে এই বিস্ফোরণের ঘটনা তা নিয়ে কেউ সঠিক তথ্য দিতে পারছেন না। স্থানীয়দের বক্তব্যে অনেকগুলি সম্ভাবনার বিষয় উঠে আসছে। যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে পুলিশের মধ্যে।

ক্লাবের সদস্যরা বলছেন, বাইকে চড়ে কেউ বা কারা বাইরে থেকে এসে আসে এই বিস্ফোরণ ঘটিয়ে চম্পট দেয়। আরেকটি সূত্র বলছে, ওই ক্লাবেই নাকি রাখা ছিল বিস্ফোরক। সঠিক তথ্য আসলে কী, সেটা কেউ বলতে পারছেন না।

বেলেঘাটা চত্বরে কনস্ট্রাকশনের রমরমা। তার জন্যই বিস্ফোরক মজুত রাখা ছিল না কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আবার পুরোনো কোনও বিবাদে ক্লাবকে টার্গেট করা হয়েছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। ক্লাবের মধ্যে আগে থেকেই বোমা মজুত করা ছিল কিনা, সেটাও তদন্ত সাপেক্ষ। সব মিলিয়ে এলাকা এখন থমথমে হয়ে রয়েছে। স্থানীয়দের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে।

আরও পড়ুন:বিধি ভেঙ্গেই দুর্গাপুজোর যাত্রা শুরু

spot_img

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...