এবার গোবরের তৈরি চিপ বাঁচাবে নানান কঠিন রোগ থেকে, দাবি কামধেনু আয়োগের চেয়ারম্যানের

এখন কি সব রোগের ওষুধ গোমূত্র আর গোবর? গোমূত্র পান করলে করোনা হবে না, বলেছিলেন এক বিজেপি নেতা। এবার মোবাইলের তেজস্ক্রিয়া রশ্মি ঠেকাবে গোবরের তৈরি চিপ। কারণ গোবর বিকিরণ-রোধী। গোবরের তৈরি চিপ মোবাইলের ভিতরে রাখলে তা বিকিরণের মাত্রা কমিয়ে দেবে। ফলে রোগের হাত খেকে রক্ষা মিলবে। এমনই দাবি রাষ্ট্রীয় কামধেনু আয়োগের চেয়ারম্যান বল্লভভাই কাঠিরিয়া। দেশব্যাপী ‘কামধেনু দীপাবলী অভিযান’-এর সূচনা করার পর তিনি কাঠিরিয়া এই ঘোষণা করেছেন। প্রসঙ্গত, দেশে গোবরজাত পণ্যের প্রচার করাই এই অভিযানের লক্ষ্য। এই চিপের নাম দেওয়া হয়েছে ‘গোসত্ত্ব কবচ’।

এদিন কামধেনু আয়োগের চেয়ারম্যান বল্লভভাই কাঠিরিয়া বলেন, “গোবর সকলকে রক্ষা করবে। কারণ বিকিরণ-রোধী। এটা বিজ্ঞানসম্মত। এই ‘রেডিয়েশন চিপ’ বা ‘গোসত্ত্ব কবচ’, মোবাইল ফোনে ব্যবহার করা হলে তা বিকিরণকে রোধ করবে। এই চিপ বিভিন্ন রোগের হাত থেকে আমাদের বাঁচাবে। আপনারা অসুখের হাত থেকে বাঁচতে চাইলে এটা ব্যবহার করেতে পারেন।” এই কবচে তৈরি করছে রাজকোটের শ্রীজি গোশালা। প্রসঙ্গত, ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রীয় কামধেনু আয়োগ। গরুর সংরক্ষণ, সুরক্ষাই আয়োগের লক্ষ্য। এটি মৎস্য, পশুপালন ও গবাদি পশু মন্ত্রকের অন্তর্গত। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’-র মতো স্বদেশি দ্রব্যের ব্যবহারের প্রচার করার দিকে লক্ষ্য রয়েছে তাঁদের।

আরও পড়ুন-শীর্ষ আদালতে হালাল বন্ধের আর্জি, খারিজ করল ডিভিশন বেঞ্চ

Previous articleপৃথিবী লক্ষ্য করে ধেয়ে আসছে ৫৪ বছর আগে মহাকাশে হারিয়ে যাওয়া রকেট
Next articleএবার যোগী রাজ্যে একসঙ্গে তিন দলিতকন্যার উপর অ্যাসিড হামলা! প্রকট প্রশাসনিক ব্যর্থতা