Sunday, August 24, 2025

আসল মালিক কে? খোঁজার দায়িত্ব মোষেদের উপরেই চাপাল পুলিশ

Date:

Share post:

কে মোষের আসল মালিক? তা খুঁজে বের করুক মোষেরাই। এই ঝামেলায় পুলিশ ঢুকবে না। শেষ পর্যন্ত অবশ্য পুলিশের দেওয়া দায়িত্ব ভালভাবেই পালন করেছে মোষেরা। নিজেরাই বুঝিয়ে দিয়েছে কে তাদের আসল মালিক?

সম্প্রতি এক আজব ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজে। দুই ব্যক্তির মধ্যে ঝামেলা বেঁধেছিল দুটি মোষের মালিকানা নিয়ে। গণ্ডগোল গড়ায় থানা পর্যন্ত। দুই ব্যক্তির বাদানুবাদে অতিষ্ঠ পুলিশ কর্মীরা বেগতিক দেখে মোষেদেরই আসল মালিক খুঁজে নেওয়ার দায়িত্ব চাপায় । উত্তরপ্রদেশের এই ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশের উপস্থিতবুদ্ধির প্রশংসায় নেটিজেনরা। জানা গিয়েছে, গত রবিবার দুটি মোষ বিক্রি হয়েছিল কনৌজের রাসুলাবাদে স্থানীয় পশু মেলায়। সেই পশু মেলা থেকে মোষ দুটি কিনে ফেরেন এক ব্যক্তি। এরপর মোষ দুটির ক্রেতার সঙ্গে আলিনগরের বীরেন্দ্র নামে এক ব্যক্তির ঝামেলা শুরু হয় এবং তা একসময় হাতাহাতি পর্যন্ত গড়ায়। বীরেন্দ্র ওই মোষগুলিকে নিজের বলে দাবি করতে থাকে। অন্যদিকে মোষ দুটির ক্রেতা জানান, তিনি মোষগুলি জলেশ্বরের বাসিন্দা ধর্মেন্দ্রর কাছ থেকে কিনেছেন। মালিকানা নিয়ে গণ্ডগোলে এরপর স্থানীয় তিরওয়া থানায় গিয়ে ধর্মেন্দ্রর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন বীরেন্দ্র। তাঁর দাবি ছিল, ধর্মেন্দ্র ওই মোষগুলি তাঁর বাড়ি থেকেই চুরি করেছেন।থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে এরপর ধর্মেন্দ্রকে ডেকে পাঠায় পুলিশ। ধর্মেন্দ্র এসে নিজেকে পুরোপুরি নির্দোষ বলে দাবি করেন এবং জানান মোষ দুটিকে রাসুলাবাদের এক ব্যক্তিকে ১৯ হাজার টাকায় বিক্রি করেছিলেন। উভয়পক্ষের দাবি ও পাল্টা দাবির জটিলতায় তখন নাস্তানাবুদ অবস্থা তিরওয়া থানার সিনিয়র সাব ইনস্পেক্টর বিজয়কান্ত মিশ্রের। কোনও উপায় না দেখে মোষ দুটিকেই তিনি বলেন নিজেদের আসল মালিক খুঁজে নিতে। পুলিশকর্মীরা বীরেন্দ্র ও ধর্মেন্দ্রকে বলেন মোষদুটিকে নিজেদের কাছে ডাকতে। এরপরই দেখা যায়, মোষগুলি ধর্মেন্দ্রর ডাকে সাড়া দিয়ে এগিয়ে গেলেও একেবারেই পাত্তা দিচ্ছে না বীরেন্দ্রকে। দুই মোষের কাণ্ড দেখে পুলিশও বুঝে যায় কে আসল মালিক। এই বিচারে ধর্মেন্দ্রকেই মোষের মালিক হিসেবে স্বীকৃতি দেয় পুলিশ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উত্তরপ্রদেশ পুলিশের এই কাণ্ডের কথা প্রকাশ্যে এসেছে। আইন আদালতের জটিলতা এড়িয়ে এই সহজ বিচার প্রক্রিয়া মন কেড়েছে মানুষের।

আরও পড়ুন-দিল্লি গিয়েও দেখা মিলল না নাড্ডার, বিপ্লবের প্রশংসা করেই ফিরলেন সুদীপ

spot_img

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...