Friday, January 2, 2026

বিধি মেনে এবার ঘট পুজো বার্মিংহামের ‘নবারুণ’-এ

Date:

Share post:

সুমনা আদক, ইউনাইটেড কিংডম

২০২০-র সংকটময় পরিস্থিতিতে কলকাতার পাশাপাশি ব্রিটেনেও এবারের দুর্গাপুজোর হুজুগটা অনেক কম। কেমব্রিজ, কার্ডিফ, গ্লাসগো, এডিনবার্গের পুজো বন্ধের খবরটা ব্রিটেনের অনেক বাঙালির এবারে স্বপ্নভঙ্গ বলা চলে। এমন বিষন্ন সময়ে দাঁড়িয়েও লন্ডনের শারদীয়ার রেশটা সেই চল্লিশ বছর একইভাবে বজায় রাখল “নবারুণ হিন্দু বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন। ”

সময়টা ছিল ১৯৭৬ লন্ডনে বসবাসকারী কিছু বাঙালির উদ্যোগে উমা পাড়ি দিয়েছিলেন ‘নবারুণ বাঙালি কালচারাল অ্যাসোসিয়েশন’-এর পুজো মণ্ডপে। সেই সময়ে বার্মিংহামে এটি ছিল প্রথম দুর্গা পুজো। সাতের দশকে সুদূর কুমারটুলির নন্দলাল পালের প্রতিমা ঠাঁই পায় বার্মিংহামের এই মণ্ডপে। দেখতে দেখতে প্রাচীন এই পুজোটা এতোগুলো বছর ধরে এখানকার বাঙালিদের মনে শারদ উৎসবের আমেজটাকে টিকিয়ে রেখেছে। শোনা যায় সেই সময় পুজো উদ্যোক্তারা তাঁদের পুজো প্রচারের জন্য ম্যানচেস্টার, লিড্স্, শেফিল্ড এর অলি গলিতে হ্যান্ড বিল বিলি করতেন। সত্যি, বাঙালির দুর্গাপুজোকে নিয়ে এতো আবেগ চোখে না দেখলে বিশ্বাস হয়। তাই শারদোৎসবের আবেগটা বরাবরই চিরন্তন।

পরবর্তীকালে ”সেন্ট এডিন চার্চ ” থেকে বর্তমানে বার্মিংহামের ওয়ারউইক রোডের লক্ষ্মী নারায়ণ মন্দিরে ষষ্টির সকালে উমার বোধন হয়, অষ্টমীর অঞ্জলি, সন্ধি পুজো হয়ে, কুমারী পুজো এবং সবশেষে সিঁদুরে রাঙা হওয়া- এ পুজোর ছবিটা বলে দেয় সাগরপারেও রয়েছে একটা ছোট্ট বাংলা। যেখানে আদ্যাশক্তি আহ্বানে পুজোর আনন্দ থেকে প্রসাদ বিতরণ সবেতেই জুড়ে থাকে সাবেকিয়ানা।

দুহাজার কুড়ির কোভিড কালে সরকারি নির্দেশ মেনে, মণ্ডপে জনসমাগনের দিকটা নিয়ে বিশেষ নজর দিয়েছেন পুজো উদ্যোক্তারা। সঙ্কট এখনো কাটেনি ব্রিটেনে। তাই সে কথা মাথায় রেখে এবছর মায়ের ঘট পুজো হবে মণ্ডপে। ছ জনের বেশি প্রবেশ করতে পারবেন না মণ্ডপে। মাস্ক ও সোশ্যাল ডিসটেন্সিং এবার বাধ্যতামূলক।
“নবারুণ হিন্দু বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শ্রী ভৃগু দে বলেন, “আমাদের পুজোটা কেবল বাঙালিদের নয়, এ পুজো হল সবার। এখানে আট থেকে আশি বাঙালি অবাঙালি সবাই সমবেত হয় পুজোর দিনগুলোতে। তবে এবারে আমরা চেষ্টা করছি সবকিছু নিয়ম মেনে পুজোটা করার। এ এবারের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে অনলাইনে। বাঙালি অবাঙালি সকলেই প্রোগ্রামে অংশ নেবেন। দুহাজার কুড়ির শারদোৎসবে মায়ের কাছে সবার প্রার্থনা শুধু একটাই সঙ্কট থেকে মুক্তি।

আরও পড়ুন-এবার চিন থেকে ফ্রিজ, এসি আমদানি বন্ধ করছে ভারত

spot_img

Related articles

প্রয়াত শতায়ু দানশীল চুনীলাল পাল

চলে গেলেন শতায়ু দানশীল মহাত্মা চুনীলাল পাল (Chunilal Paul)। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০৫ বছর। এক কথায় তিনি ছিলেন...

মধ্যপ্রদেশে জল খেতে গিয়ে ১১ জনের মৃত্যু: শাহর ‘সোনার বাংলা’কে কটাক্ষ অভিষেকের

বাংলায় শাসন করতে এলেই নাকি বাংলাকে ‘সোনার বাংলা’ করে তুলবে বিজেপি। অত্যন্ত বিকৃত উচ্চারণে দুদিন আগেই বাংলা এসে...

একান্নতম ছবিতে ‘দেশু’ ম্যাজিক ফেরার ইঙ্গিত, ছাব্বিশে নয়া স্ট্র্যাটেজি দেবের!

নতুন বছর পড়তে না পড়তেই একের পর এক সিনেমার ঘোষণা করছেন সাংসদ অভিনেতা দেব (Dev)। জন্মদিনে নিজের ৫০...

ভর সন্ধ্যেয় দিল্লিতে চলল গুলি: পলাতক তিন অভিযুক্ত, জড়ালো গ্যাংস্টারের নাম!

সুশাসনের দাবি জানানো বিজেপি আদতে যে কতটা দুষ্কৃতীদের আশ্রয়স্থল তা আরও একবার প্রমাণ করল রাজধানী দিল্লি (Delhi)। শীতের...