Sunday, November 9, 2025

ব্যাপক অনুপ্রবেশ, নিজেরাই সীমান্ত পাহারা দিতে কেন্দ্রের অনুমতি চাইলেন সাংসদ

Date:

Share post:

বাংলাদেশ সীমান্ত থেকে ভারতে অনুপ্রবেশের ঘটনা দীর্ঘদিনের একটি সমস্যা। আর এই সমস্যার জেরে জর্জরিত সীমান্তবর্তী এলাকার মানুষ। বাংলাদেশ ও মায়ানমার সীমান্ত পেরিয়ে বহু মানুষ ঢুকে পড়ছে ভারতে। দীর্ঘদিনের এই সমস্যা দূরীকরণের জন্য এবার কেন্দ্রের কাছে আবেদন জানালেন মিজোরামের একমাত্র সংসদ কে ভানলাভেনা। তাঁর আবেদন, প্যারামিলিটারিতে মিজোরামের আলাদা ফোর্স গঠন করুন। আমরাই সীমান্ত পাহারা দেব।

সম্প্রতি কেন্দ্রের কাছে মিজোরামের সাংসদ ভানলাভেনা দাবি করেছেন, মিজোরাম সীমান্ত থেকে ব্যাপক অনুপ্রবেশের কারণে তাদের রাজ্যে কাজের সুযোগ ভীষণভাবে কমে গিয়েছে। কর্মসন্ধানের জন্য অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে মিজোরামের ছেলেমেয়েদের। এই রাজ্য তো বটেই এমনকি দেশের সুরক্ষার জন্য অবিলম্বে মিজোরাম সীমান্তে কড়া নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আবেদন জানান তিনি। পাশাপাশি তাঁর আবেদন, অবিলম্বে মিজোরামের জন্য আলাদা ফোর্স গঠন করুক কেন্দ্রীয় সরকার। যাতে আমরাই সীমান্ত পাহারা দিতে পারি নিজের রাজ্যের।

আরও পড়ুন: নিজের উপর হামলা চালাতে গুন্ডা ভাড়া, যোগীর রাজ্যে পুরোহিতের ষড়যন্ত্র ফাঁস

প্রসঙ্গত, মায়ানমারের সঙ্গে ৪০৪ কিলোমিটার ও বাংলাদেশের সঙ্গে ৩১৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে মিজোরামের। এখানে মায়ানমার সীমান্ত পাহারা দায়িত্বে রয়েছে অসম রাইফেলস। এবং বাংলাদেশ সীমান্তের দায়িত্বে বিএসএফ। দেশের নিরাপত্তা বিভাগে মিজোরামকে অগ্রাধিকার দিতে সম্প্রতি অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন সিআরপিএফে আনা হবে মিজো ব্যাটেলিয়ান। এদিন সে কথা স্মরণ করিয়ে দিয়ে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর কাছে মিজো রেজিমেন্ট গঠনের আবেদন জানালেন সংসদ ভানলাভেনা। পাশাপাশি ওই সংসদ আরও জানিয়েছেন, দেশের স্বাধীনতা আন্দোলনে মিজোরামের মানুষের অনেক অবদান রয়েছে। সাহসিকতার জন্য রয়েছে যথেষ্ট সুনাম তাই দেশ সেবার কাজে মিজো ছেলে মেয়েদের সুযোগ দিক সরকার।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...