Friday, January 2, 2026

উত্তরবঙ্গে পৌঁছেই কালীবাড়িতে পুজো, দিনভর বৈঠক কর্মসূচি নাড্ডার

Date:

Share post:

উত্তরবঙ্গের বাছাই নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করতে শিলিগুড়ি পৌঁছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সোমবার বেলা পৌনে ১২টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়ির নৌকাঘাট হয়ে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন তিনি। সামাজিক দূরত্ব বিধি না মেনেই বাইক মিছিলে অভ্যর্থনা জানানো হয় বিজেপির সর্বভারতীয় সভাপতিকে। ১৯২৬ সালে তৈরি শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে পুজো দেন তিনি। সেখান থেকে যান সেবক রোডের একটি বেসরকারি হোটেলে। সেখানেই দুপুর অবধি বৈঠক রয়েছে নাড্ডার। বিকেলের বিমানে দিল্লি ফেরার কথা।

লোকসভা ভোটে উত্তরবঙ্গের ফল সামান্য হলেও আশা জাগিয়েছে গেরুয়া শিবিরে। আর সেই কারণেই পুজোর আগে রাজ্যে এসে প্রথমে পাহাড় ছুঁতে চাইছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজনৈতিক মহলের মতে, বাঙালি থেকে অবাঙালি, রাজবংশী, কামতাপুরী থেকে গোর্খা ভা‌ষাভাষী — এইসব ভোট ব্যাঙ্ককে পাশে পেতেই শিলিগুড়ি এলেন দলের সর্বভারতীয় সভাপতি। বিজেপি সূত্রে খবর, সোমবার দিনভর সফর নাড্ডার।

সকালে উত্তরবঙ্গের আট জেলার সাংগঠনিক বৈঠক সেরে এদিন বিকেলেই দিল্লি ফেরার কথা তাঁর। দলের নেতানেত্রীদের পাশাপাশি সাতজন সাংসদের মনোনীত বিভিন্ন জনগোষ্ঠী, ভাষাভাষীর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা। ‘ভার্চুয়াল’ এই বৈঠক থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। রবিবার বিকেলেই শিলিগুড়ি যান কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়; রয়েছেন ভারতী ঘোষ, অরবিন্দ মেননেরা।

সেবক রোডের দুই মাইলের বিলাসবহুল হোটেলেই পরপর বৈঠকের কর্মসূচি। আট জেলার সভাপতি, তিন সাধারণ সম্পাদক, কোঅর্ডিনেটর, আহ্বায়ক, সাংসদ, বিধায়কদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসবেন। পরে বিভিন্ন জনগোষ্ঠী, ভাষাভাষীর প্রতিনিধিদের সঙ্গে নড্ডা দেখা করার কথা।

আরও পড়ুন-যোগী রাজ্যে কেলেঙ্কারি: ভোটার লিস্টে বাবার নাম নরেন্দ্র মোদি, ছেলে লাদেন

spot_img

Related articles

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...