আজ সন্ধেয় জাতির উদ্দেশে ভাষণ মোদির, কৌতূহল সর্বস্তরে

মঙ্গলবার সন্ধে ছটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ নিজেই টুইট করে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, আজ সন্ধে ছটায় কিছু বিষয় আমি দেশের সহ নাগরিকদের সঙ্গে ভাগ করে নেব।

করোনা মহামারি পর্বে বেশ কয়েকবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। লকডাউন ঘোষণা থেকে করোনা সংক্রমণ রুখতে সচেতনতার প্রচার এবং অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা, সবই দেশবাসীকে জানিয়েছেন এভাবেই। মনে করা হচ্ছে, নবরাত্রি, দুর্গাপুজোর মত বড় উৎসবের প্রাক্কালে সংক্রমণ মোকাবিলায় ফের সচেতনতার বার্তা দিতে পারেন মোদি। এছাড়া কয়েকদিন আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ইঙ্গিত দিয়েছিলেন, ফের কোনও আর্থিক প্যাকেজ ঘোষণা করতে পারে সরকার। এছাড়া সামনেই বিহার বিধানসভা নির্বাচন, যা এই মহামারি পরিস্থিতিতে সব দলের কাছেই সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষা। তবে এসবের বাইরেও অন্য কোনও চমক আছে কিনা তাও দেখার। সব মিলিয়ে আজ প্রধানমন্ত্রী দেশবাসীকে কী বলেন সেদিকে নজর সবার। কৌতূহল সর্বস্তরে।

আরও পড়ুন-করোনা মোকাবিলায় লকডাউনের সিদ্ধান্তই সঠিক ছিল, জানালেন মোদি