হোয়াটসঅ্যাপ গ্রুপে পর্ন ক্লিপ শেয়ার করার অভিযোগ উঠল গোয়ার উপ মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা চন্দ্রকান্ত কাভলেকরের বিরুদ্ধে। তিনি ভিলেজেস অফ গোয়া নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে পর্ন ক্লিপ শেয়ার করেছেন বলে অভিযোগ। যদিও বিজেপি নেতার দাবি, তাঁর ফোন হ্যাক হয়েছে। তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য কেউ এই দুষ্কর্মটি করেছে। ইতিমধ্যে তিনি গোয়ার সাইবার সেলে এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন।
রবিবার গভীর রাতে এই শেয়ার করা হয়েছিল।
কালভেকর আরও দাবি করেছেন, যে সময়ে গ্রুপে অশ্লীল ভিডিও ঢুকেছে , সে সময় তিনি ঘুমোচ্ছিলেন। ফোনও পাশে ছিল না। তাঁকে বদনাম করার জন্যই রাত ১.২০তে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কেউ অশ্লীল ভিডিও পোস্ট করেছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি জানিয়েছেন কালভেকর।

আরও পড়ুন- রাজ্য জুড়ে ৪ হাজার সিট আছে এমবিবিএস পড়ুয়াদের জন্য: মুখ্যমন্ত্রী
পাল্টা বিরোধীদের দাবি, কালভেকর যে উচ্চ আসনে আছেন, সেটাকে তিনি অপব্যবহার করেছেন।
