পাড়ার পাড়ায় : নাজিরহাট নিউ বিদ্রোহী সাথী সংঘের দুর্গাপুজো

কোচবিহারের দিনহাটা ২ নম্বর ব্লকের নাজিরহাটের নিউ বিদ্রোহী সাথী সংঘের দুর্গাপুজো। এবছর ৭৭ তম বর্ষে পা দিল এই পুজো। ষষ্ঠির দিন এই পুজোর উদ্বোধন করলেন জেলা পরিষদ সদস্য কৃষ্ণকান্ত বর্মণ। প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ক্লাব সদস্য ও এলাকাবাসী। করোনা পরিস্থিতিতে উপযুক্ত সরকারি বিধি মেনেই আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের।

 

আরও পড়ুন : পাড়ার পাড়ায় : আলিপুরদুয়ার নিউটাউন দুর্গা বাড়ির দুর্গাপুজো

আরও পড়ুন : পাড়ায় পাড়ায়: চুনাপট্টি যুবক সংঘ শতবর্ষের পথে