পাড়ার পাড়ায় : আলিপুরদুয়ার নিউটাউন দুর্গা বাড়ির দুর্গাপুজো

গত পাঁচ বছরে পরপর জেলার সেরা পুজো হিসেবে নির্বাচিত হয়েছে আলিপুরদুয়ার নিউটাউন দুর্গা বাড়ির দুর্গাপুজো। এবছরের জন্যও সেই ইচ্ছাই ছিল পুজো কমিটির। গত বছরই, এবছরের প্রস্তুতি মনে-মনে অনেকটাই করে রেখেছিলেন তাঁরা। কিন্তু বাদ সাধল করোনা। এই মহামারীর প্রভাব সরাসরি পরল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোতে।

আরও পড়ুন : পাড়ায় পাড়ায়: বিধি মেনে নিয়ম রক্ষার পুজো বিদ্যাসাগর পার্ক মহিলাবৃন্দের

আরও পড়ুন : পাড়ায় পাড়ায়: ঐতিহ্যের বাগবাজার আর চারপাশে

সরকারি নিয়ম ও কোর্টের আদেশ অনুসারেই এবছর পুজো হচ্ছে নিউটাউন দুর্গা বাড়িতে। এবার পুজোয় অনেককিছুই কাটছাঁট করতে হয়েছে পুজো কমিটিকে। তাই মন ভালো নেই কারুরই। কমেছে সাজসজ্জা, থাকবে না আলোর রোশনাই। এরই মধ্যে নিষ্ঠার সহিত সমস্ত বিধি মেনে পূজিত হবেন মা দুর্গা। এ বছর ৭৭ তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো।

Previous articleপাড়ায় পাড়ায়: বিধি মেনে নিয়ম রক্ষার পুজো বিদ্যাসাগর পার্ক মহিলাবৃন্দের
Next articleমমতার মাস্টার স্ট্রোক আর অভিষেক-পিকের যোগ্য সঙ্গতে ১৬ আসনে অ্যাডভান্টেজ তৃণমূল