পাড়ায় পাড়ায়: বিধি মেনে নিয়ম রক্ষার পুজো বিদ্যাসাগর পার্ক মহিলাবৃন্দের

কোভিড বিধি মেনে এবার দুর্গাপুজোর আয়োজন করেছে বিরাটির বিদ্যাসাগর পার্ক মহিলাবৃন্দ। ৬ বছর পূর্ণ হলো বিদ্যাসাগর পার্ক মহিলাবৃন্দের পুজো। চতুর্থী থেকে দশমী পর্যন্ত বেশ জাঁকজমক পূর্ণ থাকে মণ্ডপ প্রাঙ্গন। পারিবারিক রীতি মেনেই বিগত বছরগুলিতে পুজোর আয়োজন করেছেন উদ্যক্তারা। সেই রীতিতে এবছর ছেদ পড়েনি। কিন্তু ২০২০-তে ‘অন্যরকম পুজো’। উদ্যোক্তারা আগেই ঠিক করেছিলেন পুজো ছোটো হবে। তাই মণ্ডপ হয়েছে অর্ধেক। আকারে ছোটো মা দুর্গাও। অন্য বছরের মতো এবার হচ্ছে না ভোগ বিতরণ। থাকছে না সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। অঞ্জলিও ভার্চুয়াল মাধ্যমে হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। হচ্ছে না সিঁদুরখেলাও। প্রতিমা নিরঞ্জনও এবার অনাড়ম্বরভাবেই। পারিবারিক এই পুজোতে তাই মন খারাপ সদস্যদের।

আরও পড়ুন:বীর সেনাদের শ্রদ্ধা হাওড়ায়, পুজো উদ্বোধন শহিদের মায়ের

 

Previous articleভোট বড় বালাই: বাংলা কথায়, কবিতায়, বাঙালির স্তুতি মোদির
Next articleপাড়ার পাড়ায় : আলিপুরদুয়ার নিউটাউন দুর্গা বাড়ির দুর্গাপুজো