মা সারদা জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে মহাষষ্ঠীর সকালে কলকাতা পুরসভার ৫৮ নং ব্লকের ট্যাংরা মুন্ডাপাড়া’র মুণ্ডা, মাহালি, মাহাতো, কুড়মি পরিবারের মা-বোনদের দেওয়া হলো পুজোর নতুন শাড়ি। স্থানীয় আদিবাসী শান্তি সঙ্ঘের ছোট্ট দুর্গামণ্ডপ প্রাঙ্গনেই বিধি মেনে হয় এই অনুষ্ঠান৷ নতুন বস্ত্র তুলে দেন স্বামী সত্যদীপানন্দ মহারাজ এবং তনুশ্রী দাশগুপ্ত ৷ এই সঙ্কটকালে সকলকে সতর্কভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান স্বামী সত্যদীপানন্দ৷ তনুশ্রী দাশগুপ্ত বলেন, নিম্নবিত্ত এই পরিবারের প্রয়োজনের তুলনায় এটুকু সহযোগিতা কিছুই নয়। তবুও সাধ্য অনুসারে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে “মা সারদা জনকল্যাণ”। উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবী নিতাই সরকার৷

আরও পড়ুন: ‘কলকাতাশ্রী ২০২০’ পুজো প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা প্রকাশ পুরসভার
