‘কলকাতাশ্রী ২০২০’ পুজো প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা প্রকাশ পুরসভার

দেশব্যাপী ভয়াবহ করোনা পরিস্থিতির মাঝেও উৎসবমুখর শহর কলকাতা। বিধি মেনে কড়া নিয়মের মোড়কে সেজে উঠেছে পুজো মণ্ডপ গুলি। আদালতের নির্দেশ মেনে মণ্ডপের সামনে বসেছে ‘নো এন্ট্রি’ বোর্ড। এহেন পরিস্থিতির মাঝেই এবার শহরের সেরা পুজো গুলির মধ্য থেকে ‘কলকাতাশ্রী ২০২০’ পুজো প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা প্রকাশ পুরসভা। এই তালিকায় একাধিক বিষয়ের উপর ভিত্তি করে বেছে নেওয়া হয়েছে সেরা পুজো গুলিকে। যে বিষয়গুলোর ওপর জোর দিয়ে বিজয়ীদের তালিকা প্রকাশ্যে আনা হয়েছে তা হল, সেরারা সেরা সমাজকল্যাণ পুজো, সেরা সমাজকল্যাণ পুজো, সেরা সুরক্ষিত পুজো, সেরা সমাজকল্যাণ বিষয়, সেরা সতর্কীকরণ বার্তা, সেরা পরিবেশ, সেরা পরিচ্ছন্ন পুজো, সেরা সাংগঠনিক পুজো ও সেরা সমাজসচেতন পুজো। এছাড়াও ‘পুরসভার পছন্দ’ বিভাগে পুরস্কৃত করা হয়েছে শহরের ৫৬ টি পুজো কমিটিকে।

রইল ‘কলকাতাশ্রী ২০২০’ পুজো প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা:

আরও পড়ুন: কোভিডের কোপ মুখোশের গ্রামে, বরাত না পেয়ে মনখারাপ চড়িদার

Previous articleমন খারাপ, তাই পুজোর কোনও প্ল্যান করিনি, জানালেন অরুণিমা
Next articleদেশের নারী দুর্গা: মোদির মন্তব্যকে কটাক্ষ সুব্রতর