Sunday, August 24, 2025

“রাজ্যের লিভিং স্টেটসম্যান”, সাক্ষাতের পর বুদ্ধদেবকে নিয়ে মন্তব্য রাজ্যপালের

Date:

Share post:

অষ্টমীর বিকেলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের পাম এভিনিউয়ের বাড়িতে সস্ত্রীক গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তার আগে বেলুড় মঠে গিয়েছিলেন ধনকড়। সেখান থেকেই সরাসরি বুদ্ধদেব ভট্টাচার্ষের বাড়িতে যান তিনি।

প্রায় আধ ঘন্টা বুদ্ধবাবুর বাড়িতে থাকার পর বাইরে বেরিয়ে
রাজ্যপাল সাংবাদিকদের জানান, এটা একান্তই ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎকার ছিল। দীর্ঘদিন ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রী অসুস্থ। তাই একবার দেখে গেলেন। এছাড়াও তিনি জানান, বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যের সঙ্গে তাঁর মাঝেমধ্যে কথা হয়। তখন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন। এবার সরাসরি দেখে গেলেন।

তবে রাজ্যপাল এদিন আরও জানান, রাজ্যের সাম্প্রতিক আইন ও অন্য রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তাঁর সঙ্গে বুদ্ধবাবুর কিছু কথা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, বুদ্ধবাবুর দারুণ প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। তাই তাঁর সঙ্গে রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা বলা সঙ্গত বলেই মনে করেছেন তিনি।

আরও পড়ুন : মহাষ্টমীতে নিরন্ন শিশুদের অন্ন দিয়ে আনন্দে মাতলো এক ঝাঁক তরুণ-তরুণী!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে ধনকড় জানান,
শ্বাসকষ্ট থাকলেও বুদ্ধদেব ভট্টাচার্যের চোখের সমস্যা আগের থেকে কিছুটা ভাল আছে। সবশেষে রাজ্যপাল বলেন, বুদ্ধবাবু এই রাজ্যের লিভিং স্টেটসম্যান। বুদ্ধবাবুর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

অবশ্য এই প্রথম নয়। এর আগেও বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যপাল। গতবছর রাজ্যপাল হয়ে বাংলায় আসার পর পরই বুদ্ধদেববাবুর সঙ্গে দেখা করেছিলেন তিনি।

ফাইল ছবি

অন্যদিকে, বেলুড় মঠে গিয়ে রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পুজোয় যেসব নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্ট জারি করেছে, সেই রায়কে স্বাগত জানান ধনকড়।

আরও পড়ুন : কং-বাম জোটে ফের অনিশ্চয়তা, অধীর চৌধুরির প্রশ্নে খুশি নন বিমান বসু

বেলুড় মঠ থেকে দেবী দুর্গার দর্শন সেরে বাইরে বেরিয়ে রাজ্যপাল বলেন, মা দুর্গার কাছে দ্রুত এই কঠিন সময় কাটিয়ে দেওয়ার প্রার্থনা করেছেন। দেবী অশুভ শক্তির বিনাশকারী। তাঁর কৃপায় খুব শীঘ্রই এই বিপদ থেকে মানুষ মুক্তি পাবে বলেই বিশ্বাস করেন রাজ্যপাল।

spot_img

Related articles

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...