Saturday, August 23, 2025

রাজ্যে সংক্রমণ বেড়েই চলেছে, বিসর্জনে আরও বৃদ্ধি পাবে ?

Date:

Share post:

হাইকোর্টের নির্দেশ পছন্দ হয়নি অনেকেরই৷ পুজোর দিনগুলিতে এই ‘বিপ্লবী’-রা হয় নিজেরা মন্ডপে ঘুরেছেন অথবা সোশ্যাল মিডিয়ায় মন্ডপে ঢুকে প্রতিমা দর্শনে প্ররোচনা দিয়েছেন৷

তাদের কৃতিত্বেই রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ৷ এ বছর প্যান্ডেলে ঢুকে প্রতিমা না দেখলে জীবন ব্যর্থ হবে,এমন মানসিকতার লোকজনই রাজ্যে বিপদ বাড়াচ্ছেন৷ রবিবার ফের এর প্রমাণ দিয়েছে রাজ্য সরকারের পরিসংখ্যান৷ সোমবার থেকে শুরু প্রতিমা নিরঞ্জন৷ এক্ষেত্রে আশঙ্কা শতগুণে বেশি৷ এই ‘ভয়ে’ ভীত রাজ্য প্রশাসন।

পুজোর দিনগুলিতে রাজ্যে প্রতিদিন নতুন সংক্রমণ ৪ হাজার পার হয়েছে। মহানবমীতেও তার ব্যতিক্রম হয়নি। এই নিয়ে পর পর ৬ দিন সংক্রমণের এমন ছবি তৈরি করলেন ‘বিপ্লবীরা’৷

রবিবার, মহানবমীর সন্ধ্যায় স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত বুলেটিন জানাচ্ছে,

🔴 রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ৪,১২৭ জন।

🔴 শনিবার এই সংখ্যা ছিল ৪ হাজার ১৪৮।

🔴 রাজ্যে এক দিনে সর্বোচ্চ সংক্রমণ ছিল ২২ অক্টোবর, ৪ হাজার ১৫৭ জনের।

🔴 এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,৪৯,৭০১জন।

🔴 শেষ ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, মোট ৯১৫ জন৷

🔴 মাত্র ৫ জন কম আক্রান্ত হয়েছেন কলকাতায়। আক্রান্তের সংখ্যা ৯১০-জন৷

🔴 রবিবার পজিটিভিটি রেট বা সংক্রমণের হার লাফিয়ে বেড়েছে ।

🔴 রাজ্য প্রশাসনের ‘ভয়’ আরও বাড়িয়ে দিচ্ছে প্রতিদিন মৃত্যুর সংখ্যা৷

🔴 শনিবারের সরকারি বুলেটিনে মৃতের সংখ্যা ছিল ৫৯। রবিবার তা বেড়ে হয়েছে ৬০।

🔴 এই নিয়ে রাজ্যে মোট করোনা-শহিদ ৬,৪৮৭ জন।

🔴 আক্রান্তের মতো মৃতের সংখ্যাতেও শেষ ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনা,
মৃতের সংখ্যাতেও শীর্ষে, মৃত্যু হয়েছে ১৮ জনের৷

🔴 কলকাতায় শেষ ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৪ জন।

🔴 ৪ জনের মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়।

🔴 ৩ জন করে মারা গিয়েছেন হাওড়া, হুগলি, বীরভূম ও মুর্শিদাবাদে।

🔴 কলকাতা, উত্তর ২৪ পরগনার পাশাপাশি অন্য কয়েকটি জেলা নিয়েও দুশ্চিন্তা বেড়ে চলেছে প্রশাসনের।

🔴 বেশি সংক্রমণ কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনায় ২৭৬ জন, হুগলিতে ২৫২জন এবং হাওড়ায় ২১৭ জন।

🔴 এছাড়াও ২০০-র বেশি মানুষ আক্রান্ত হয়েছেন নদিয়া জেলায়। এই জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত হয়েছেন ২২০ জন।

আরও পড়ুন- “বন্ধুর সম্পর্কে এই মন্তব্য করা অনুচিত,” ভারত প্রসঙ্গে ট্রাম্পকে কটাক্ষ বাইডেনের

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...