সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আজ আইএসএলের সূচি ঘোষণা

আজ, শুক্রবার ২০২০-২১ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ক্রীড়াসূচি ঘোষণা করবে এফএসডিএল। এদিন বিকেল ৪-২৫ মিনিটে নিজেদের ফেসবুক ও ইউটিউবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আইএসএলের সূচি ঘোষণা করবে আয়োজক সংস্থা।

আরও পড়ুন: আমি-আমি হল সর্বনাশের মূল: স্বামীজির বাণী উদ্ধৃত করে কাকে ইঙ্গিত শুভেন্দুর?

বিগত বছরগুলিতে নিজেদের সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইটে আইএসএলের সূচি ঘোষণা করে এফএসডিএল। এবছর পরিস্থিতি একেবারেই আলাদা। করোনার কারণে আগামী ২০ নভেম্বর থেকে আইএসএল হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। বিশেষত করোনার জেরেই সোশ্যাল মিডিয়া পেজগুলিতে এনগেজমেন্ট অনেকটাই বেড়েছে। তা কাজে লাগাতে ভিউয়ারশিপ ও এনগেজমেন্ট বাড়াতে আইএসএলের সূচি প্রকাশ অনুষ্ঠান সোশ্যাল সাইটে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে আয়োজকরা।