Sunday, November 9, 2025

লাগামছাড়া দাম রুখতে পদক্ষেপ, বিদেশে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র

Date:

Share post:

দুর্গাপুজোর আগে থেকেই পেঁয়াজের দাম অল্প বিস্তর বাড়তে শুরু করেছিল। কিন্তু পুজোর মধ্যেই হঠাৎই পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া। তাতেই চোখে জল আমজনতার। পেঁয়াজের দামে লাগাম টানতে এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। পেঁয়াজ বীজের বিদেশে রফতানির উপর জারি করা হল নিষেধাজ্ঞা। ফরেন ট্রেড দফতরের তরফে বিবৃতি জারি করে এখন থেকেই পেঁয়াজ বীজের রফতানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ৷

আরও পড়ুন : উত্তরবঙ্গে আনাজ-ফলের বাজারে আগুন, পেঁয়াজের দাম সেঞ্চুরি ছুঁইছুঁই

পরিসংখ্যান বলছে, গত বছর ৩.৫ মিলিয়ন ডলার মূল্যের পেঁয়াজ বীজ রফতানি হয়েছিল ভারত থেকে। সেখানে এই বছর এপ্রিল-অগাস্টে ০.৫৭ মিলিয়ন ডলার পেঁয়াজ বীজ রফতানি করা হয়েছে।

বর্তমানে গোটা বিশ্বে পেঁয়াজ উৎপাদনে এক নম্বরে রয়েছে চিন৷ ভারত রয়েছে দ্বিতীয় স্থানে৷ কিন্তু, দেশে বিপুল পরিমাণ পেঁয়াজ উৎপাদন সত্ত্বেও এমন আকাশছোঁয়া দামে পেঁয়াজ কিনতে হচ্ছে ভারতীয়দের৷ তবে ফসল যত বেশি, চাহিদা তার থেকে আরও বেশি। তাই বেড়েই চলেছে দাম। তা নিয়ন্ত্রণে আনতেই বীজ রফতানি বন্ধের নির্দেশ৷

আরও পড়ুন : লক্ষ্মী পুজোয় মন্দা বাজার, নেই বিক্রি-বাটা, মাথায় হাত দোকানিদের

২৫ টাকার পেঁয়াজের দাম লকডাউনের সময় থেকেই ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে হতে আনলক পর্বে শুরুতে ৪০ টাকা ছিল। পুজোর শুরুতে একলাফে দাম বেড়ে হয় ৭০ থেকে ৭৫ টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে ৮০ টাকা। কোনও কোনও জায়গায় সেটা ৯০ টাকা বা তারও বেশি। এই লাগামছাড়া দামবৃদ্ধিতে আমআদমির নাভিশ্বাস ওঠার যোগাড়।

আরও পড়ুন : ভূস্বর্গে ফের জঙ্গিদের গুলিতে খুন তিন বিজেপি নেতা, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ীদের অবশ্য দাবি, রাজস্থানের বন্যার কারণে পেঁয়াজের জোগান কমেছে। মহারাষ্ট্রে অকাল বর্ষণে অনেক সংখ্যক পেঁয়াজ নষ্ট হয়েছে। সে কারণেই দাম কিছুটা বেড়ে গিয়েছে। তবে পাইকারি এবং খুচরো বাজারের মধ্যে দামের সমন্বয় না থাকতেই কালোবাজারির অভিযোগ মাথাচাড়া দিয়ে উঠেছে। কনজিউমার অ্যাফেয়ার্স দফতরের তরফে জানানো হয়েছে, রিটেলাররা সর্বোচ্চ ২ টন অবধি পেঁয়াজ মজুত রাখতে পারবেন৷ যেখানে হোলসেলার ব্যবসায়ীদের ক্ষেত্রে ২৫ টন অবধি মজুত রাখার অনুমতি দেওয়া হয়েছে৷

আলুর দাম আগেই লাগামছাড়া ভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। এখন চন্দ্রমুখী আলু, ৩০ বা ৪০ টাকা প্রতি কেজি ও জ্যোতি আলু ৩৪ থেকে ৩৬ টাকা কেজি দরে বিকোচ্ছে। এই দামের সঙ্গে মানিয়ে নিয়ে আলুর খরচ কমিয়ে বাজেট ঠিক রাখার লড়াই চালাচ্ছে মধ্যবিত্ত। তার মধ্যেই ফের দাম বাড়ল পেঁয়াজের।

আরও পড়ুন : দশমীর পরেই ১০০ টাকা কিলো দরে মিলবে পেঁয়াজ, আশঙ্কা বাজার বিশেষজ্ঞদের

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...