Sunday, August 24, 2025

সাবলীল দক্ষতায় চলে বন্দুক ও কলম: নতুন বই প্রকাশ পুলিশ কমিশনার হুমায়ুনের

Date:

Share post:

বলা হয় যে, “যে রাঁধে, সে চুলও বাঁধে”। এক্ষেত্রে কথাটা একটু অন্যরকম বলা যায়, যে হাতে বন্দুক ওঠে, সেই হাতে সাবলীল দক্ষতায় চলে কলমও। তিনি চন্দননগরের পুলিশ কমিশনার ডক্টর হুমায়ুন কবীর। ছোট গল্প, উপন্যাস, সিনেমার স্ক্রিপ্ট লেখা, সিনেমা পরিচালনা- সঙ্গে কড়া হাতে হুগলি জেলার আইন শৃঙ্খলা সামলাচ্ছেন তিনি। হুগলি জেলার দুষ্কৃতী দৌরাত্ম অনেকটাই নিয়ন্ত্রণে করেছেন স্থানীয় বাসিন্দাদের। সম্প্রতি প্রকাশিত হল তাঁর লেখা বই ‘ফহিনাল গাজি’।

ইতিমধ্যে বেশ কিছু উপন্যাস-সহ বহু ছোট গল্পের বই লিখেছেন পুলিশ কমিশনার হুমায়ুন কবির।তার লেখা বই গুলির মধ্যে ‘রঙে রঙে রামধনু’, ‘উত্তরণ’, ‘ফহিনাল গাজি’, ‘আলেয়া এবং’। এর মধ্যে গত বইমেলায় তাঁর লেখা দুটি বই উৎপাদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই হুমায়ুন কবিরের কাহিনী ও চিত্রনাট্যে মুক্তি পেয়েছে বাংলা ছবি ‘আলেয়া”।

২০১৮ সালে পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়েছিলেন চন্দননগর কমিশনারেটের। সেই সময় হুগলি জেলা ছিল দুস্কৃতীদের আঁতুরঘর।কিন্তু কুখ্যাত দুষ্কৃতীদের গ্রেফতার করে, অস্ত্র ভান্ডার বাজেয়াপ্ত করে এলাকা শান্ত করেন হুমায়ুন কবীর। সমাজ সেবামূলক কাজেও সব সময় জড়িত থাকেন চন্দননগরের পুলিশ কমিশনার।

কঠোর ভাবে আইনশৃঙ্খলা সামলানোর পাশাপাশাপাশি চালিয়ে যাচ্ছেন তাঁর লেখা। বইয়ের সঙ্গেই তাঁর বিভিন্ন লেখা প্রতিনিয়ত ছাপা হচ্ছে বিভিন্ন পত্রিকায়। এখনকার সমাজের কথাই বেশি করে উঠে আসে পুলিশ কমিশনারের লেখনীতে।

হুমায়ুন কবীর জানান লেখা তাঁর দীর্ঘদিনের নেশা তাই পুলিশের কাজের মাঝেও সময় বের করে লেখার কাজ চালিয়ে যান প্রতিনিয়ত। উপন্যাস, ছোট গল্প, সিনেমার স্ক্রিপ্ট লেখার সঙ্গে সঙ্গে একই দক্ষতায় হুগলি জেলার আইন শৃঙ্খলা কড়া হাতে সামলাচ্ছেন পুলিশ কমিশনার হুমায়ন কবীর। তাঁর হাতে যেমন চলে কলম তেমন চলে লাঠি।

আরও পড়ুন-‘দক্ষিণেশ্বর মন্দির ভারতের চেতনা বিকাশের মহাকেন্দ্র’, লিখলেন শাহ

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...