Friday, December 19, 2025

ভোট টানতে বিভীষণের বাড়িতে মধ্যাহ্নভোজ অমিতের, পাশে তৃণমূলই

Date:

Share post:

স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জেলা সফরে এসে বাঁকুড়া চতুর্ডিহি গ্রামের বিভীষণ হাঁসদার বাড়ি মধ্যাহ্নভোজ সেরেছিলেন। সেই বাড়িতে গিয়েই এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বাঁকুড়া জেলা পরিষদের তৃণমূল সদস্যা সোনাই মুখোপাধ্যায়। বিভীষণের বাড়িতে গিয়ে দিয়ে এলেন শাড়ি, চাল ইত্যাদি।

উল্লেখ্য, বৃহস্পতিবার জেলা সফরে এসে বাঁকুড়া ১ ব্লকের চতুর্ডিহি গ্রামের বাসিন্দা বিভীষণ হাঁসদার বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন অমিত শাহ। তাঁর কর্মসূচি শেষ হওয়ার পরেই বিভীষণ হাঁসদাকে দলে যোগ দিতে তৃণমূল চাপ দেবে বলে প্রথম থেকেই অভিযোগ তুলছিলেন জেলা বিজেপি নেতৃত্ব। কিন্তু এমনটা না হয়ে পাশে থাকল তৃণমূল দলই।

সূত্রের খবর, শুক্রবার সোনাই মুখোপাধ্যায় বিভীষণ হাঁসদার বাড়ি গিয়ে তাঁর স্ত্রীকে শাড়ি উপহার দেন। তাঁদের পরিবারের সমস্যার কথাও জানতে চান। বিভীষণ হাঁসদার স্ত্রী মণিকা হাঁসদা এ দিন বলেন, “ওই জেলা পরিষদ সদস্যা বাড়িতে এসে আমাদের শাড়ি উপহার দেন। সংসারের সমস্যার কথা জানতে চান।” নেত্রী সোনাই মুখোপাধ্যায় জানান, “আমি শুনেছিলাম, বিভীষণবাবুর পরিবারে বেশ কিছু সমস্যা রয়েছে। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দলের লক্ষ্য। সেই কাজই করেছি। দলের কয়েকজন নেতাকে জানিয়েই গিয়েছিলাম।” বিভীষণ হাঁসদার বাড়ি তৃণমূলের সফর ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের দাবি, পশ্চিমবঙ্গের মানুষ শান্তিতে রয়েছে। অহেতুক অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি। আদিবাসীদের প্রকৃত উন্নয়ন না করে তারা চমকের রাজনীতি করে। তৃণমূল নেতাদের সফর নিয়ে বিভীষণ বলেন, “আমি কোনও দলে নেই। ওরা তো স্বেচ্ছাসেবী সংস্থার নাম করে আমাকে চাল দিয়ে গিয়েছে।”

আরও পড়ুন-গোদের ওপর বিষফোঁড়া, ফের ব্যারেজের ৩০ ও ৩১ নম্বর লকগেটে ফাটল

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...