Monday, August 25, 2025

উপত্যকায় সেনার গুলিতে ঝাঁঝরা ৩ জঙ্গি, শহিদ সেনা অফিসার সহ ৪ জওয়ান

Date:

Share post:

বিগত কয়েক বছর ধরে রক্তাক্ত ভূস্বর্গ। লাগাতার চলছে সন্ত্রাস বিরোধী অভিযান। পাক ইন্ধনে উপত্যকার অন্দরে সমানতালে বেড়েছে জঙ্গি কার্যকলাপ ও রক্তক্ষরণ। এসব কিছুর মাঝেই রবিবার সন্ত্রাসবিরোধী অভিযানে বড় সাফল্য পেল ভারতীয় সেনা। পাক সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের সময় তিন জঙ্গিকে গুলিতে ঝাঁঝরা করে দিল ভারতীয় জওয়ানরা। পাশাপাশি এই গুলির লড়াইয়ে ৪ জওয়ান শহিদ হয়েছেন বলেও জানা গিয়েছে।

জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার সেক্টর থেকে রবিবার অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল বেশ কয়েকজন জঙ্গি। গোপন খবর পেয়ে দ্রুত ওই এলাকায় অভিযানে নামে বিএসএফ ও সিআরপিএফ জওয়ানরা। সেনা উপস্থিতি টের পেয়ে মরিয়া হয়ে ওঠে জঙ্গিরা। শুরু হয় গুলির লড়াই। দীর্ঘক্ষন ধরে দু’পক্ষের সংঘর্ষের পর সেনার গুলিতে নিকেশ হয় ৩ জঙ্গি। যদিও এই তিনজনের নাম, পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। তবে জঙ্গিদের কাছে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ ও বন্দুক উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে গুলির লড়াই চলাকালীন জঙ্গিদের গুলিতে একজন সেনা অফিসার সহ ৪ জওয়ান শহিদ হয়েছেন বলেও জানা গেছে।

আরও পড়ুন:জো বাইডেন: মার্কিন ইতিহাসের তরুণ সিনেটর থেকে আজ আমেরিকার বয়স্ক রাষ্ট্রপতি

প্রসঙ্গত, বহু আগেই গোয়েন্দাদের তরফে ভারতীয় সেনার কাছে রিপোর্ট এসেছিল অনুপ্রবেশের জন্য পাক অধিকৃত কাশ্মীরের নানান জায়গায় ঘাঁটি গেড়ে রয়েছে জঙ্গিরা। একাধিক জঙ্গি সংগঠনের সদস্যরা সুযোগ খুঁজছে সীমান্তে অনুপ্রবেশের। দলে বেশকিছু ফিদায়েঁ জঙ্গি রয়েছে বলেও খবর আসে। তথ্য অনুযায়ী, শীতে উপত্যকার চরম আবহাওয়ার কারণে অনুপ্রবেশের ঝুঁকি ব্যাপক। ফলস্বরূপ, শীত প্রবলভাবে পড়ার আগেই সীমান্ত পেরিয়ে উপত্যাকায় অনুপ্রবেশ করতে মরিয়া হয়ে উঠেছে সন্ত্রাসবাদীরা। সেনার চোখে ফাঁকি দিয়ে অনুপ্রবেশের চেষ্টারত ৩ জঙ্গিকে খতম করল ভারতীয় জওয়ানরা।

spot_img

Related articles

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...