Tuesday, November 4, 2025

নীতি বদল: আমেরিকার ৫ লক্ষ ‘অবৈধ’ ভারতীয়কে নাগরিকত্ব দেবেন বাইডেন

Date:

Share post:

ট্রাম্প সরকারের পতনের পর আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি হয়েছেন জো বাইডেন। নির্বাচনে জয়ী হওয়ার পর নিজের প্রথম ভাষণে তিনি জানিয়ে দিয়েছেন বিভাজন নয় ঐক্যবদ্ধ আমেরিকা গড়বেন তিনি। সেই লক্ষ্যেই এবার বৈধ কাগজপত্র না থাকা সত্বেও আমেরিকায় বসবাসকারী প্রায় ১.১ কোটি মানুষকে নাগরিকত্ব দেবে বাইডেন সরকার। এই তালিকায় রয়েছেন ৫ লক্ষ ভারতীয়ও। শুধু তাই নয়, বাইডেনের নীতিপত্রে প্রতিবছর বিভিন্ন দেশ থেকে আসা অন্তত ৯৫ হাজার শরণার্থীকে আমেরিকায় থাকার জায়গা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ট্রাম্প জামানায় আমেরিকায় শরণার্থীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। চেষ্টা করা হয়েছিল H1b ভিসার নীতি পরিবর্তনের। ট্রাম্পের এই নীতির জেরে চরম বিপাকে পড়তে হয় আমেরিকায় চাকরিরত বহু ভারতীয়কে। এর তীব্র বিরোধিতা করে তৎকালীন বিরোধী দল ডেমোক্র্যাট। এই দলই এবার ক্ষমতায় অলিন্দে এসে ট্রাম্প নীতি পুরোপুরি ছুঁড়ে ফেলে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে বলে জানা গিয়েছে। বাইডেন পলিসি ডকুমেন্টে ঘোষণা করা হয়েছে প্রতি বছর কত শরণার্থী আমেরিকায় আশ্রয় পাবেন। এই উর্ধ্বসীমা বাড়িয়ে ১ লক্ষ ২৫ হাজার করার চেষ্টা হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:‘গরিব’ সেনেটর থেকে প্রেসিডেন্ট, জেনে নিন বাইডেনের সম্পত্তির পরিমাণ

পলিসি ডকুমেন্টে লেখা হয়েছে, অভিবাসন নীতিতে আইনি সংস্কার আনতে কংগ্রেসের সঙ্গে আলোচনায় বসবেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট। গোটা পরিবার নেই যাতে শরণার্থীরা আমেরিকায় বসবাস করতে পারেন তা নিশ্চিত করতেই পরিবারভিত্তিক আবাসন নীতিতে জোর দেওয়া হবে। অসঙ্গত ওবামার সময় কালে আমেরিকা চালু হওয়া ডিএসিএ প্রকল্প আটকে গিয়েছিল ট্রাম্পের সময়ে। প্রকল্পটি বাতিল করার চেষ্টা করেন ট্রাম্প। অবশ্য সে প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়ায় মার্কিন সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, আমেরিকায় বসবাসকারী অবৈধ খুদে শরণার্থীদের বাড়তি সুযোগ সুবিধা দিতে এবং ভবিষ্যতে তাদের জন্য কাজের ব্যবস্থা করে দিতে এই প্রকল্প চালু করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ক্ষমতায় এসে সেই প্রকল্প ফের নতুন করে চালু করতে চাইছেন বাইডেন।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...